ঝালমুড়ি কবিতা
শব্দ খুঁজে পাইনা কেন কবিতা লেখার?
যদিও আশেপাশের এত কোলাহল
কানে ঢোকে, কিন্তু মন স্পর্শ করেনা আর।
হাত ভর্তি ব্যথার রাখী ছিড়ে ছিড়ে খুলি,
দাগ কাটে পুনরায় শুকিয়ে যাওয়া ক্ষতে।
নকল সাজানো প্রাণে বারবার চলে তুলি,
তবুও রংচটা সম্পর্করা জাগায় মাঝ রাতে।
আজ ছন্দহীন জীবনের গদ্য কথার শূল,
প্রতিমুহূর্ত আঘাত করে মিতার ছদ্মবেশে।
তাঁর প্রকাশ্য আঘাতে গুমরে লেখা এই আবোলতাবোল,
ঝালমুড়ি বুকে ধরবে একদিন শেষে!
সময়:২৮/০৯/২০১৬, ১৫:৫২ মি:
যদিও আশেপাশের এত কোলাহল
কানে ঢোকে, কিন্তু মন স্পর্শ করেনা আর।
হাত ভর্তি ব্যথার রাখী ছিড়ে ছিড়ে খুলি,
দাগ কাটে পুনরায় শুকিয়ে যাওয়া ক্ষতে।
নকল সাজানো প্রাণে বারবার চলে তুলি,
তবুও রংচটা সম্পর্করা জাগায় মাঝ রাতে।
আজ ছন্দহীন জীবনের গদ্য কথার শূল,
প্রতিমুহূর্ত আঘাত করে মিতার ছদ্মবেশে।
তাঁর প্রকাশ্য আঘাতে গুমরে লেখা এই আবোলতাবোল,
ঝালমুড়ি বুকে ধরবে একদিন শেষে!
সময়:২৮/০৯/২০১৬, ১৫:৫২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৮/১০/২০১৭খুব ভালো।
-
তাবেরী ২৭/০৯/২০১৭besh sundor
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৯/২০১৭ঝাল মুড়ির ঝালে মুক্ত হবে
রসা সাধন হবে হৃদয় মনে ।
সুন্দর ভারি সুন্দর । -
মুক্তপুরুষ ২৭/০৯/২০১৭চমৎকার প্রকাশ
-
সাঁঝের তারা ২৭/০৯/২০১৭অনবদ্য
-
ফয়েজ উল্লাহ রবি ২৬/০৯/২০১৭ভালো লিখেছেন শুভেচ্ছা রইল।
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Jhalmuri tasty spice. Thanks