রূপান্তরিত ভ্রাতৃত্ব
অতীতে যাদের কিছুই দাওনি-
স্নেহ-মমতা-মান-অধিকার
অন্তত একবার,
বারবার সূক্ষ্মভাবে অস্পৃশ্য বলে ভিন্ন রাখায়,
ওরা রোজই কাঁদতো, পথের কোণায়।
পাশে ডেকে শোননি-
নিপীড়িত দুখি মনের অব্যক্ত কথা।
কত শত অনাদর,
আর অলিখিত শতাব্দী প্রাচীন হৃদয়ের ব্যথা,
আজ পরিণত, রূঢ় কঠিন পাথর।
বঞ্চনার শেষ সীমানায় সবাই নির্ভয়,
অস্তিত্ব বাঁচানোর আশায়, ঘুরে দাঁড়ায়
নিমিষে ভাঙ্গে রীতি-নীতি, তুচ্ছ মহৎ জ্ঞান
অপমানের বহ্নি শিখায়, জ্বলে পুড়ে ছাই;
গড়ে গৃহত্যাগী, পরিবর্তিত বিদ্রোহী সন্তান-
অনায়সে বদলায় অসাম্যের গান,
নিচে স্বীকারোক্তির স্বাক্ষর-"শ্রেষ্ঠ সবাই,"
আর স্বসন্মানে জড়িয়ে বলা-"আমরা এক ভাই।"
সময়:২৫/০৯/২০১৬, ০৮:০৭ মি:
স্নেহ-মমতা-মান-অধিকার
অন্তত একবার,
বারবার সূক্ষ্মভাবে অস্পৃশ্য বলে ভিন্ন রাখায়,
ওরা রোজই কাঁদতো, পথের কোণায়।
পাশে ডেকে শোননি-
নিপীড়িত দুখি মনের অব্যক্ত কথা।
কত শত অনাদর,
আর অলিখিত শতাব্দী প্রাচীন হৃদয়ের ব্যথা,
আজ পরিণত, রূঢ় কঠিন পাথর।
বঞ্চনার শেষ সীমানায় সবাই নির্ভয়,
অস্তিত্ব বাঁচানোর আশায়, ঘুরে দাঁড়ায়
নিমিষে ভাঙ্গে রীতি-নীতি, তুচ্ছ মহৎ জ্ঞান
অপমানের বহ্নি শিখায়, জ্বলে পুড়ে ছাই;
গড়ে গৃহত্যাগী, পরিবর্তিত বিদ্রোহী সন্তান-
অনায়সে বদলায় অসাম্যের গান,
নিচে স্বীকারোক্তির স্বাক্ষর-"শ্রেষ্ঠ সবাই,"
আর স্বসন্মানে জড়িয়ে বলা-"আমরা এক ভাই।"
সময়:২৫/০৯/২০১৬, ০৮:০৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২১/০৯/২০১৭বাহ! চমৎকার ভাবনায় ভাবিত। শুভেচ্ছা কবিকে।
-
সাঁঝের তারা ২০/০৯/২০১৭খুব ভালো