মিথ্যে মিষ্টি
এখানে মিথ্যে মিষ্টি কথার দাম লাখ,
আর সত্যি ভাষার বুকে যত লাথ।
তাইতো,
সহজেই বুঁজে থাকি মাথা আন্ধকারে,
প্রকাশ্যে ইতিহাস বিকৃতি করে কেউ চিরতরে।
যেখানে বাইরের সাদা পোষাকই আসল,
ময়লা মন জড়িয়ে বাঁচি, সেটাই নকল।
ভাইরে,
গোঁড়া পঁচানো গাছে ফলের আশায়,
দিনরাত কেন দোষারোপ করো গভীর নেষায়?
আজ হোক না লড়াই রাজায় রাজায়,
সৈন্য বসে একটু জিরাক পাশের ঐ রাস্তায়।
হয়তো,
শেষে নিজেদের উল্কাপাতেই শান্তি ফিরবে,
এই ডায়নোসর-দম্ভ ধ্বংস হলেও, পৃথিবী রোজ ঘুরবে।
সময়:২৩/০৯/২০১৬, ০৮:০১ মি:
আর সত্যি ভাষার বুকে যত লাথ।
তাইতো,
সহজেই বুঁজে থাকি মাথা আন্ধকারে,
প্রকাশ্যে ইতিহাস বিকৃতি করে কেউ চিরতরে।
যেখানে বাইরের সাদা পোষাকই আসল,
ময়লা মন জড়িয়ে বাঁচি, সেটাই নকল।
ভাইরে,
গোঁড়া পঁচানো গাছে ফলের আশায়,
দিনরাত কেন দোষারোপ করো গভীর নেষায়?
আজ হোক না লড়াই রাজায় রাজায়,
সৈন্য বসে একটু জিরাক পাশের ঐ রাস্তায়।
হয়তো,
শেষে নিজেদের উল্কাপাতেই শান্তি ফিরবে,
এই ডায়নোসর-দম্ভ ধ্বংস হলেও, পৃথিবী রোজ ঘুরবে।
সময়:২৩/০৯/২০১৬, ০৮:০১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৪/০৯/২০১৭খুব সুন্দর ...
-
প্রনব ০৩/০৯/২০১৭বেশ ভালো।
-
ধ্রুবক ০৩/০৯/২০১৭ভালো লাগল লেখাটি।
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭খুব ভালো ...
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭খুব সুন্দর!
---------
নেষায় > নেশায় -
ফয়েজ উল্লাহ রবি ০২/০৯/২০১৭বাহ! খুব ভাল লিখেছেন।
-
বিদ্রোহী শিহাব ০২/০৯/২০১৭বাহ্ অনবদ্য লিখনি!!
শব্দশৈলীর নিখুঁত ব্যবহার সত্যি মুগ্ধ করবে পাঠকবর্গকে.... -
সমির প্রামাণিক ০২/০৯/২০১৭বাহ ভারি সুন্দর। শুভেচ্ছা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৯/২০১৭খুব ভালো।