ভুল ভালোবাসা
ভালোবাসা যখন হচ্ছে ছাই,
তখন অতীতকেই দোষারোপ অকারণ।
আর পুরোন স্মৃতি হাতড়ে বেড়াই,
খুঁজি ঐ ভুল মুহুর্তের সমীকরণ।
ভুল করে করা ভুল শুধরাবে কে?
হায়! বর্তমানও আশপাশ কাটিয়েই চলে।
একাকীর সাথী নেই কেউ-জড়াবে বুকে,
যখন জীবনই রোজ শেষের জ্বালায় জ্বলে।
সময়:২১/০৯/২০১৬, ১০:৫২ মি:
তখন অতীতকেই দোষারোপ অকারণ।
আর পুরোন স্মৃতি হাতড়ে বেড়াই,
খুঁজি ঐ ভুল মুহুর্তের সমীকরণ।
ভুল করে করা ভুল শুধরাবে কে?
হায়! বর্তমানও আশপাশ কাটিয়েই চলে।
একাকীর সাথী নেই কেউ-জড়াবে বুকে,
যখন জীবনই রোজ শেষের জ্বালায় জ্বলে।
সময়:২১/০৯/২০১৬, ১০:৫২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭খুব সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৯/২০১৭অ ন ব দ্য।
-
সাঁঝের তারা ০১/০৯/২০১৭খুব ভালো