মায়ের দাবি
কেন নেই আজ মোমবাতির আলো রাস্তায়?
কেন ভিড় নেই প্রতি চৌমাথায়?
নেই, সেই শত জাগ্রত মানুষের ধিক্কার!
যারা অনবরত করে চিৎকার।
কেন বাকহীন, সকলের মানবাধিকার!?
নিশ্চুপ সব, যেন হয়নি অপরাধ,
এমনই হাল্কা ভাব।
নিরস্ত্র, ঘুমন্ত বীরযোদ্ধা
এ কোন নিয়মে হল হত্যা?
এতটুকু চাই জবাব।
তাই,,,
"কাপুরুষোচিত, জঘন্য, ন্যক্কারজনক, ঘৃণ্য;"
ভারি ভারি শব্দ, তোমরাই রেখে দাও।
আমি সাধারণ মা, পরিবারই সব- দাবি খুব নগণ্য:
"অন্যায় রণে পরাস্ত পুত্র-ফিরিয়ে তুমি দাও।"
(২০/০৯/২০১৬, ১৩:৫৬ মি:)
কেন ভিড় নেই প্রতি চৌমাথায়?
নেই, সেই শত জাগ্রত মানুষের ধিক্কার!
যারা অনবরত করে চিৎকার।
কেন বাকহীন, সকলের মানবাধিকার!?
নিশ্চুপ সব, যেন হয়নি অপরাধ,
এমনই হাল্কা ভাব।
নিরস্ত্র, ঘুমন্ত বীরযোদ্ধা
এ কোন নিয়মে হল হত্যা?
এতটুকু চাই জবাব।
তাই,,,
"কাপুরুষোচিত, জঘন্য, ন্যক্কারজনক, ঘৃণ্য;"
ভারি ভারি শব্দ, তোমরাই রেখে দাও।
আমি সাধারণ মা, পরিবারই সব- দাবি খুব নগণ্য:
"অন্যায় রণে পরাস্ত পুত্র-ফিরিয়ে তুমি দাও।"
(২০/০৯/২০১৬, ১৩:৫৬ মি:)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৮/০৮/২০১৭নব ভাবনা আর মননের সংযোগ
-
সমির প্রামাণিক ২৭/০৮/২০১৭ন্যায্য অধিকারের সুন্দর কবিতায়ন। শুভেচ্ছা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৮/২০১৭ভাবনা বেশ!
-
মোনালিসা ২৭/০৮/২০১৭অনেক ভাল লেখেছেন
-
আব্দুল হক ২৭/০৮/২০১৭সত্য ভাবছেন!!