প্রানের অধিকার
বিকৃত নিয়মের বশে, অকারনে
শুধুই কামড়ে বেড়ায় এখানে ওখানে,
বাছবিচারহীন যাকে তাকে
আঘাত করে, লুকিয়ে পরে অন্ধগলিতে।
সভ্যসমাজ ও আইনের পাহারাদার
তাকে ধরে, গারদে পুরে চালায় বিচার,
বছরের পর বছর, দিন আসে দিন যায়,
সময় অতীত ঝাপসা করে সবই ভোলায়।
ওদিকে ন্যায়ের ঠিকানা খোঁজে নিষ্পাপ পরিবার,
কিন্তু মনে কী নেই শর্ত, "প্রানের অধিকার"?
বেঁচে থাকে পাপ একা, আদর্শের সাথে
ক্ষমা-দয়া আর আজীবন কারাবাস-শেষের সিধান্তে।
সময়:১৮/০৯/২০১৬, ১২:৪১ মি:
শুধুই কামড়ে বেড়ায় এখানে ওখানে,
বাছবিচারহীন যাকে তাকে
আঘাত করে, লুকিয়ে পরে অন্ধগলিতে।
সভ্যসমাজ ও আইনের পাহারাদার
তাকে ধরে, গারদে পুরে চালায় বিচার,
বছরের পর বছর, দিন আসে দিন যায়,
সময় অতীত ঝাপসা করে সবই ভোলায়।
ওদিকে ন্যায়ের ঠিকানা খোঁজে নিষ্পাপ পরিবার,
কিন্তু মনে কী নেই শর্ত, "প্রানের অধিকার"?
বেঁচে থাকে পাপ একা, আদর্শের সাথে
ক্ষমা-দয়া আর আজীবন কারাবাস-শেষের সিধান্তে।
সময়:১৮/০৯/২০১৬, ১২:৪১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Anjon Ch.Acharjee ২২/০৮/২০১৭ভালো লেগেছে।
-
সাঁঝের তারা ২১/০৮/২০১৭অপূর্ব ...
-
এস, এম, সাফি কল্লোল ২১/০৮/২০১৭বেশ মুগ্ধতা।