আমি
আমি চাইনা হতে স্বপ্নের ফেরিওয়ালা,
(হয়তো) তাতে লাভ কম, একটু লোকসান।
নাইবা বেচলাম মিথ্যে আশার রঙিন মালা,
যদি একটুও হয় মায়ের পুজায় অপমান।
হতে পারব কী মন ভোলানো কথার জাদুকর?
কখনো করিনা আফসোস।
ক্ষণিকের সেই হাততালির নেই দরকার,
যদি গড়তেই না পারি দেশ-জাতি, অন্তত: একটা মানুষ।
স্বরূপ দেখার আয়না হাতে দাঁড়িয়ে চৌমাথায়;
সাহস করে জাগাব ওদের, যারা আজ মৃতপ্রায়।
সময়:২৪/০৫/২০১৬, ১৭:৫৫ মি:
(হয়তো) তাতে লাভ কম, একটু লোকসান।
নাইবা বেচলাম মিথ্যে আশার রঙিন মালা,
যদি একটুও হয় মায়ের পুজায় অপমান।
হতে পারব কী মন ভোলানো কথার জাদুকর?
কখনো করিনা আফসোস।
ক্ষণিকের সেই হাততালির নেই দরকার,
যদি গড়তেই না পারি দেশ-জাতি, অন্তত: একটা মানুষ।
স্বরূপ দেখার আয়না হাতে দাঁড়িয়ে চৌমাথায়;
সাহস করে জাগাব ওদের, যারা আজ মৃতপ্রায়।
সময়:২৪/০৫/২০১৬, ১৭:৫৫ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
-
Tanju H ১০/০৭/২০১৭অনন্য...।।শুভেচ্ছা কবি।
-
কাজী জুবেরী মোস্তাক ১০/০৭/২০১৭খুব ভালো লাগলো
-
সাঁঝের তারা ১০/০৭/২০১৭খুব ভালো
-
আরিফুল ইসলাম ০৯/০৭/২০১৭অসাধারণ!
-
দীননাথ মাইতি ০৯/০৭/২০১৭আমার আমিতে তোমায় খুঁজে পাই । খুব ভালো
ফেরিওয়ালার আরাধনা
আপনি নাইবা হলেন
তবুও জানবেন মানুষ মাত্রেই
কষ্টের ফেরিওয়ালা। ভাল থাকেন। সুন্দরকবিতা। শুভেচ্ছা।