কলা-কৌশল
শিক্ষিত সব সৎ প্রজা রাজার দরবারে,
দরখাস্তসহ বিনম্র আবেদন করে করজোড়ে-
হুজুর চাকরি চাই, সার্টিফিকেটে কী আর খালি পেট ভরে?!
শান্তিপ্রিয় মিষ্টভাষী রাজা, হেসে দেন অভয়,
সব হবে তবে, এত দ্রুত ভেঙে পরে করোনা ধৈর্যের ক্ষয়।
যুবক তোমরা, (আপাতত) যা জানো তাই করে গড়ো শিল্পালয়।
নগরে নগরে ছড়ায় মহান সে বার্তা, তড়িৎ বেগে,
ক্ষুদ্র-বড়ো, মন্দ-ভালো সবই শিল্প- জাগো কর্ম রোগে।
কোন কাজ আজ আর ফেলনা নয়- নেচে উঠে মন আবেগে।
সারা দিনের আয় ওরা কেড়ে নেয়, অস্ত্রের নিশানায়,
হেসে বলে- এটাও তো শিল্পকলা, নাম মসৃন অন্যায়।
দীর্ঘশ্বাস ফেলে রোজ পথ চলা, বেঁচে থাকে সৎ অসহায়।
সময়:০৮/১০/২০১৫, ১৭:০৭ মি:
দরখাস্তসহ বিনম্র আবেদন করে করজোড়ে-
হুজুর চাকরি চাই, সার্টিফিকেটে কী আর খালি পেট ভরে?!
শান্তিপ্রিয় মিষ্টভাষী রাজা, হেসে দেন অভয়,
সব হবে তবে, এত দ্রুত ভেঙে পরে করোনা ধৈর্যের ক্ষয়।
যুবক তোমরা, (আপাতত) যা জানো তাই করে গড়ো শিল্পালয়।
নগরে নগরে ছড়ায় মহান সে বার্তা, তড়িৎ বেগে,
ক্ষুদ্র-বড়ো, মন্দ-ভালো সবই শিল্প- জাগো কর্ম রোগে।
কোন কাজ আজ আর ফেলনা নয়- নেচে উঠে মন আবেগে।
সারা দিনের আয় ওরা কেড়ে নেয়, অস্ত্রের নিশানায়,
হেসে বলে- এটাও তো শিল্পকলা, নাম মসৃন অন্যায়।
দীর্ঘশ্বাস ফেলে রোজ পথ চলা, বেঁচে থাকে সৎ অসহায়।
সময়:০৮/১০/২০১৫, ১৭:০৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ১৯/০৫/২০১৭খুবই ভাল। অভিনন্দন
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৫/২০১৭অনেক সুন্দর প্রকাশ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৫/২০১৭নীরব সুন্দর।
-
তুহেল আহমেদ ১৫/০৫/২০১৭বেশ বেশ! বাস্তবতা এসেছে শব্দে।
-
Tanju H ১৪/০৫/২০১৭বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা কবি।