জীবন গদ্য
জীবনটা আজ কলির চাকায় ঘুরছে বনবনে,
স্বার্থের আশা, গড়ছে বাসা একে অপরের মনে।
পেটের ক্ষিধে মেটাতে ছুটি যেখানে পাই অন্ন,
প্রাণটা শুধু বাঁচাতে গিয়েই নিজেকে গড়েছি বন্য।
জুতোর নীচে স্বপ্ন হাজার, পায়ে দিয়ে রোজ দৌঁড়াই,
ভালোবাসাটার প্রলেপ মেখে মুখে করি খুব বড়াই।
ভয়টাকে আজ নিয়েছি মেনে, ঘৃণাকে বুকে ধরি,
সত্য বলব না সবার সামনে- চাই বাঁচি আর মরি।
বরণীয় যা ভুলছি তা, গড়ছি নতুন নীতি,
যা কিছু পাই লুটে নিই ভাই, এটাই মূল রীতি।
শূন্য হৃদয় পূর্ণ ক্ষোভের জীবন গদ্য কথায়,
ভোগ করে নিই আকন্ঠ আজ- ভয় নেই কাল মরায়।
সময়:০৬/১০/২০১৫, ১৫:১৪ মি:
স্বার্থের আশা, গড়ছে বাসা একে অপরের মনে।
পেটের ক্ষিধে মেটাতে ছুটি যেখানে পাই অন্ন,
প্রাণটা শুধু বাঁচাতে গিয়েই নিজেকে গড়েছি বন্য।
জুতোর নীচে স্বপ্ন হাজার, পায়ে দিয়ে রোজ দৌঁড়াই,
ভালোবাসাটার প্রলেপ মেখে মুখে করি খুব বড়াই।
ভয়টাকে আজ নিয়েছি মেনে, ঘৃণাকে বুকে ধরি,
সত্য বলব না সবার সামনে- চাই বাঁচি আর মরি।
বরণীয় যা ভুলছি তা, গড়ছি নতুন নীতি,
যা কিছু পাই লুটে নিই ভাই, এটাই মূল রীতি।
শূন্য হৃদয় পূর্ণ ক্ষোভের জীবন গদ্য কথায়,
ভোগ করে নিই আকন্ঠ আজ- ভয় নেই কাল মরায়।
সময়:০৬/১০/২০১৫, ১৫:১৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৫/২০১৭ভালো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১২/০৫/২০১৭প্রান > প্রাণ
নিচে > নীচে
ঘৃনা > ঘৃণা
আরও ... -
সাঁঝের তারা ১২/০৫/২০১৭বেশ ভাল ...