সময়চোর
শুধু আশা দিতে চাই, মিষ্টি কথার
স্বপ্ন দেখুক দিন-রাত, আমি খুব ক্লান্ত
মানুষের কাছে শব্দ বেচে, ওরা মোটা মাথার
তাই ভিক্ষে নিয়েছি সময়, খুশিতে জিতেছি মন তো।
অসহায় আসে বিচারের আশায়, আমি হাসি
আর অনায়সে হাত পাতি টেবিলের তলায়,
টাকা নেই? হবেনা কাজ; হোক সাতবাসি
আমার চক্করে, তারিখ লিখে সময় কেড়েছি অবহেলায়।
বাইরে ফিটফাট বাবু, কিন্তু রাজনীতির রক্তে
রাঙ্গাই দু'হাত শিক্ষার আঙ্গনে, বিদ্যা বাদ,
খোশ গল্পের ধুলো জমছে জ্ঞানে, যে কোন শর্তে
সময় শেষ হোক মাসের, হেসে বলি জিন্দাবাদ।
দিয়েছি কম, নিয়েছি বেশি মূল্যবান মুহূর্ত,
ভেবেছি ওরা (হয়তো) বোঝেনি কিছু, শুধু করিনি গোচর,
আজ গড়েছি সমাজ আমার মতই, বেজায় ধুর্ত।
পেতে পেনশন বড় হয়রান, কারন সবাই হয়েছে সময়চোর।
সময়:০৪/০৯/২০১৫, ২১:২২ মি:
স্বপ্ন দেখুক দিন-রাত, আমি খুব ক্লান্ত
মানুষের কাছে শব্দ বেচে, ওরা মোটা মাথার
তাই ভিক্ষে নিয়েছি সময়, খুশিতে জিতেছি মন তো।
অসহায় আসে বিচারের আশায়, আমি হাসি
আর অনায়সে হাত পাতি টেবিলের তলায়,
টাকা নেই? হবেনা কাজ; হোক সাতবাসি
আমার চক্করে, তারিখ লিখে সময় কেড়েছি অবহেলায়।
বাইরে ফিটফাট বাবু, কিন্তু রাজনীতির রক্তে
রাঙ্গাই দু'হাত শিক্ষার আঙ্গনে, বিদ্যা বাদ,
খোশ গল্পের ধুলো জমছে জ্ঞানে, যে কোন শর্তে
সময় শেষ হোক মাসের, হেসে বলি জিন্দাবাদ।
দিয়েছি কম, নিয়েছি বেশি মূল্যবান মুহূর্ত,
ভেবেছি ওরা (হয়তো) বোঝেনি কিছু, শুধু করিনি গোচর,
আজ গড়েছি সমাজ আমার মতই, বেজায় ধুর্ত।
পেতে পেনশন বড় হয়রান, কারন সবাই হয়েছে সময়চোর।
সময়:০৪/০৯/২০১৫, ২১:২২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৫/২০১৭ভালোলাগা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৫/২০১৭ভালো।
-
সন্দীপ দাস ০৯/০৫/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ০৯/০৫/২০১৭বেশ সুন্দর।