দুধসাগর
প্রজামঙ্গলকারী, ন্যায়পরায়ণ বীর রাজা
আজ নজরবন্দী, সিংহাসনচ্যুত।
ক্ষমতালোভী বেইমান মিত্রের সাজা
ভোগ করছে ব্যাথা, বুকে নয় পিঠে দিল ছুরির ক্ষত।
সোনার রাজ্য হচ্ছে নি:স্ব, জান বাঁচিয়ে সবাই মৌন।
মরণাপন্ন শয্যাশায়ী একাকী রাজা, ক্ষমতাশূন্য!
প্রতি গ্রামে গ্রামে যায় রাজবৈদ্য,
দৈব স্বপ্ন নির্দেশ পূরনের আশায়, গোপনে জানায়-
(হবে) নৃপতির স্বাথ্য, সাথে সত্যের জয়- সবাই ঐক্যবদ্ধ
(হয়ে) একটি রাতে রাজদিঘী যদি দুধসাগর বানায়।
ভবিষ্যৎ আধার, আতঙ্কিত ক্ষুধার্ত প্রজা বিষণ্ণ চিন্তিত,
এখন দুধ বিলাসিতা, যখন পরিবার অনাহারে মৃত্যুভীত।
(ভাবে) দুধ তো ওরা সকলেই ঢালবে রাজার কল্যানে,
(শুধু) আমি দেব জল, মিশবে দুধে- শেষ কর্তব্য পালনে।
ভাবনা এক, সবাই নিরব, শুধু শত হল না এক,
চুপিচুপি বাহানার জল ঢাললো সবাই- ঈশ্বর চেয়ে দেখ।
একে অপরের ভরসায়, আশাপ্রার্থী, থাকলো চিরভিন্ন,
আত্মতৃপ্তি আধারেই, অজুহাতের জল আনবে বুঝি জীবনের পূণ্য।
সময়:০৩/০৯/২০১৫, ১৫:২০ মি:
আজ নজরবন্দী, সিংহাসনচ্যুত।
ক্ষমতালোভী বেইমান মিত্রের সাজা
ভোগ করছে ব্যাথা, বুকে নয় পিঠে দিল ছুরির ক্ষত।
সোনার রাজ্য হচ্ছে নি:স্ব, জান বাঁচিয়ে সবাই মৌন।
মরণাপন্ন শয্যাশায়ী একাকী রাজা, ক্ষমতাশূন্য!
প্রতি গ্রামে গ্রামে যায় রাজবৈদ্য,
দৈব স্বপ্ন নির্দেশ পূরনের আশায়, গোপনে জানায়-
(হবে) নৃপতির স্বাথ্য, সাথে সত্যের জয়- সবাই ঐক্যবদ্ধ
(হয়ে) একটি রাতে রাজদিঘী যদি দুধসাগর বানায়।
ভবিষ্যৎ আধার, আতঙ্কিত ক্ষুধার্ত প্রজা বিষণ্ণ চিন্তিত,
এখন দুধ বিলাসিতা, যখন পরিবার অনাহারে মৃত্যুভীত।
(ভাবে) দুধ তো ওরা সকলেই ঢালবে রাজার কল্যানে,
(শুধু) আমি দেব জল, মিশবে দুধে- শেষ কর্তব্য পালনে।
ভাবনা এক, সবাই নিরব, শুধু শত হল না এক,
চুপিচুপি বাহানার জল ঢাললো সবাই- ঈশ্বর চেয়ে দেখ।
একে অপরের ভরসায়, আশাপ্রার্থী, থাকলো চিরভিন্ন,
আত্মতৃপ্তি আধারেই, অজুহাতের জল আনবে বুঝি জীবনের পূণ্য।
সময়:০৩/০৯/২০১৫, ১৫:২০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৪/২০১৭ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৯/০৪/২০১৭নান্দনিক!!
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৪/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ২৯/০৪/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ২৮/০৪/২০১৭সুন্দর...