www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোমাঞ্চকর কবিতা

বন্ধু আমায় কাছে ডেকে বলে- এই যে কবি,
কবিতা তোমার কিছুই বুঝিনা, যতসব আজগুবি
লেখাগুলোর কোন মাথামুন্ডো নেই, রষকষহীন সত্যি।
কিসের ব্যথায় ধরেছো কলম? কী হয়েছে ক্ষতি?
হতাশার এই কবিতা ছেড়ে চলো একবার কল্পনায়,
সুন্দর-শান্তি সকল পাবে প্রকৃতির ঐ পাতায় পাতায়।


তাইতো আজ, লিখতে বসেছি রোমাঞ্চকর কবিতা,
চিন্তা করি পাখির কথা, গাছ-ফুল-ফল-পাতা।
ভেবে ভেবে শেষে রাত হয়ে গেল তারার দিকে চেয়ে,
খালি পেটটা বলতে লাগে- চল, উনানে দে হাঁড়ি বসিয়ে।
খিদের ব্যথায় পেট কামড়ায় হঠাৎ রাতের গভীরে,
পেটের ভাষায়- কল্পনা তোর রয়েছে সবই, ভাতের হাঁড়ির ভেতরে!




প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৫, ০৮:৫৮ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭
    বাস্তবতা আর কল্পনা বিলাশিতার সংমিশ্রণ সৎ সাহিত্যের উপজীব্য l নিরেট বাস্তবতা দিয়ে সাহিত্য হয় না, সংবাদপত্রের খবর হয় l আর বাস্তবতার সঙ্গে একেবারে সম্পর্কহীন সাহিত্য জীবনমুখী হয় না, তখন হাঁড়ির ভাতের জন্য মন আকুল হয় l বিষয়টা এত সহজ নয়, বিতর্কিতও বটে l দু-এক কথায় যতটা প্রাঞ্জল করে বলা সম্ভব, বললাম l কবি এই বিষয়টিই তাঁর মতো করে বলেছেন বলে আমার মনে হয়েছে l কবিতাটি সহজ, সরল ও সুন্দর l
    • কে. পাল ৩০/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      এত বিশদ ও অসাধারন মন্তঅব্যের জন্য প্রথমেই ধন্যবাদ।

      কবিতাটি আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা।
      এখানে কিছু প্রশ্ন ছিল। আর আমি তার উত্তর পেতে গিয়ে যা পেয়েছিলাম।

      সাহিত্য সম্পর্কে আপনার মন্তব্য একদম নিখুত।


      ভালো লাগলো, পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • ফয়জুল মহী ২৯/০৩/২০১৭
    সুরুচিসম্পন্ন লেখা
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • সাদিক আল আমিন ২৯/০৩/২০১৭
    অনবদ্য
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ।
  • আরিফ মুহাম্মদ ২৯/০৩/২০১৭
    বেদনা যখন শিল্পত হয়ে আসে জীবনে তখনই তো হয় কবিতা । ধন্যবাদ কবি।
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • শাহারিয়ার ইমন ২৯/০৩/২০১৭
    অসাধারন
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • ভালো বিষয়। অনেক ভালোলাগা রেখে গেলাম কবি।
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • কঠিন বাস্তবতা
    • কে. পাল ২৯/০৩/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      শুভেচ্ছ ও ভালোবাসা নেবেন।
 
Quantcast