রোমাঞ্চকর কবিতা
বন্ধু আমায় কাছে ডেকে বলে- এই যে কবি,
কবিতা তোমার কিছুই বুঝিনা, যতসব আজগুবি
লেখাগুলোর কোন মাথামুন্ডো নেই, রষকষহীন সত্যি।
কিসের ব্যথায় ধরেছো কলম? কী হয়েছে ক্ষতি?
হতাশার এই কবিতা ছেড়ে চলো একবার কল্পনায়,
সুন্দর-শান্তি সকল পাবে প্রকৃতির ঐ পাতায় পাতায়।
তাইতো আজ, লিখতে বসেছি রোমাঞ্চকর কবিতা,
চিন্তা করি পাখির কথা, গাছ-ফুল-ফল-পাতা।
ভেবে ভেবে শেষে রাত হয়ে গেল তারার দিকে চেয়ে,
খালি পেটটা বলতে লাগে- চল, উনানে দে হাঁড়ি বসিয়ে।
খিদের ব্যথায় পেট কামড়ায় হঠাৎ রাতের গভীরে,
পেটের ভাষায়- কল্পনা তোর রয়েছে সবই, ভাতের হাঁড়ির ভেতরে!
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৫, ০৮:৫৮ মি:
কবিতা তোমার কিছুই বুঝিনা, যতসব আজগুবি
লেখাগুলোর কোন মাথামুন্ডো নেই, রষকষহীন সত্যি।
কিসের ব্যথায় ধরেছো কলম? কী হয়েছে ক্ষতি?
হতাশার এই কবিতা ছেড়ে চলো একবার কল্পনায়,
সুন্দর-শান্তি সকল পাবে প্রকৃতির ঐ পাতায় পাতায়।
তাইতো আজ, লিখতে বসেছি রোমাঞ্চকর কবিতা,
চিন্তা করি পাখির কথা, গাছ-ফুল-ফল-পাতা।
ভেবে ভেবে শেষে রাত হয়ে গেল তারার দিকে চেয়ে,
খালি পেটটা বলতে লাগে- চল, উনানে দে হাঁড়ি বসিয়ে।
খিদের ব্যথায় পেট কামড়ায় হঠাৎ রাতের গভীরে,
পেটের ভাষায়- কল্পনা তোর রয়েছে সবই, ভাতের হাঁড়ির ভেতরে!
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৫, ০৮:৫৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭বাস্তবতা আর কল্পনা বিলাশিতার সংমিশ্রণ সৎ সাহিত্যের উপজীব্য l নিরেট বাস্তবতা দিয়ে সাহিত্য হয় না, সংবাদপত্রের খবর হয় l আর বাস্তবতার সঙ্গে একেবারে সম্পর্কহীন সাহিত্য জীবনমুখী হয় না, তখন হাঁড়ির ভাতের জন্য মন আকুল হয় l বিষয়টা এত সহজ নয়, বিতর্কিতও বটে l দু-এক কথায় যতটা প্রাঞ্জল করে বলা সম্ভব, বললাম l কবি এই বিষয়টিই তাঁর মতো করে বলেছেন বলে আমার মনে হয়েছে l কবিতাটি সহজ, সরল ও সুন্দর l
-
ফয়জুল মহী ২৯/০৩/২০১৭সুরুচিসম্পন্ন লেখা
-
সাদিক আল আমিন ২৯/০৩/২০১৭অনবদ্য
-
আরিফ মুহাম্মদ ২৯/০৩/২০১৭বেদনা যখন শিল্পত হয়ে আসে জীবনে তখনই তো হয় কবিতা । ধন্যবাদ কবি।
-
শাহারিয়ার ইমন ২৯/০৩/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৩/২০১৭ভালো বিষয়। অনেক ভালোলাগা রেখে গেলাম কবি।
-
রইস উদ্দিন খান আকাশ ২৮/০৩/২০১৭কঠিন বাস্তবতা