www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলমের মরিচা

কলমের মরিচা

- কৌশিক পাল


"কলমের শক্তি অনেক বেশি
ধারালো তরোয়ালের চেয়ে-"
তাইতো অনেক পড়েছি- জেনেছি
মতাদর্শগুলি শ'য়ে শ'য়ে।
এরপর শুরু গাদা গাদা লেখা;
ক্রমান্বয়ে সবুজ-লাল-নীল কালির
স্বপ্নময় রঙিন আশার কাব্যগাঁথা।
হায়! হঠাৎ শেষ আজ রং তুলির।

এতদূর এসেছি, থামা কী যায়?!
হাতিয়ার তুলেছি হাতে;
পচা জং উঠাতে মেরেছি অসহায়
ঐ মোড়ের চৌমাথায়, গলিতে, বাড়িতে।
ভীত ভালোবাসার স্থায়ী ক্ষত দাগ
রোজ লিখছে ইতিহাস, নখ ভরসায়।
এদিকে কলমটা দূরে এক্পাশে, ছুতে অপরাগ;
ফলে মরিচা ধরছে নবের আগায়।


তারিখ: ২৪/০১/২০১৭, ১২ মধ্যরাত্রি
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ২৫/০১/২০১৭
    অনেক ভালো লাগা রেখে গেলাম, শুভেচ্ছা কবি।
    • কে. পাল ৩১/০১/২০১৭
      প্রিয় কবি,
      আপনার মন্তব্য আমার আগামীর অনুপ্রেরণা।
      অশেষ ধন্যবাদ। পাশে থাকবেন।
      শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
  • anjon Ch acharjee ২৫/০১/২০১৭
    খুব ভালো লিখেছেন কবি।
 
Quantcast