পরিবর্তনের পরিব্যক্তি
পরিবর্তনের পরিব্যক্তি
- কৌশিক পাল
ফাঁকা মস্তিষ্কগুলি ভর্তি আদিম আদর্শে।
এখানে নিপাট ভদ্র গোঁয়ার্তুমিরা
অনবরত লাভ লুটে হাজার বিবাদে।
সুসভ্য রক্ত-মাংসের প্রাণীরা
যুক্তি-তর্কের ধার না ধরে,
হিংসার লড়াই করেই রোজ সুখি।
ভাষা, রং, শব্দ, রীতি-নীতি, পেশির জোড়ে
চিরস্থায়ী পরিবর্তন চায়- একমুখী।
বিবেকের বলি হয় ক্ষমতার নেশায়,
এক কোণে পরে থাকে শান্তি।
কিন্তু জীবন চলে রাসায়নিক বিক্রিয়ায়,
তাই হবেই- পরিবর্তনের পরিব্যক্তি।
তারিখ: ২৩/০১/২০১৭, ০৬:৫০ মি:
- কৌশিক পাল
ফাঁকা মস্তিষ্কগুলি ভর্তি আদিম আদর্শে।
এখানে নিপাট ভদ্র গোঁয়ার্তুমিরা
অনবরত লাভ লুটে হাজার বিবাদে।
সুসভ্য রক্ত-মাংসের প্রাণীরা
যুক্তি-তর্কের ধার না ধরে,
হিংসার লড়াই করেই রোজ সুখি।
ভাষা, রং, শব্দ, রীতি-নীতি, পেশির জোড়ে
চিরস্থায়ী পরিবর্তন চায়- একমুখী।
বিবেকের বলি হয় ক্ষমতার নেশায়,
এক কোণে পরে থাকে শান্তি।
কিন্তু জীবন চলে রাসায়নিক বিক্রিয়ায়,
তাই হবেই- পরিবর্তনের পরিব্যক্তি।
তারিখ: ২৩/০১/২০১৭, ০৬:৫০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/০১/২০১৭বাহ খুব সুন্দর কবি,,,.
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০১/২০১৭বেশ! শুভেচ্ছা।
-
ইন্তিখাব আলম ২৩/০১/২০১৭খুব সুন্দর। অপূর্ব লেখনী।