নতুন পাপ
ঘরে বাইরে,
কারনে অকারনে, লাভ ক্ষতিতে,
ছোট্ট ছোট্ট ভুলে,
স্বার্থ আমার কিন্তু তোমার নামে,
এটাই সত্য-
তোমার দেয়া মানব জীবন কেড়ে নেয়াটাই দোষের।
প্রশ্ন আমার।
তবে এটাই কী একমাত্র ঠিক?
এবার শোন পরমপিতা,
পরিবর্তন করো আদি বিধান- দাও শাপ,
লালন পালনে ক্ষমতাহীন- সামর্থের অধিক,
জন্মদানও গণ্য হোক কলির নতুন পাপ।
তারিখ: ১৬/০৮/২০১৫, ০৯:০৮ মি:
কারনে অকারনে, লাভ ক্ষতিতে,
ছোট্ট ছোট্ট ভুলে,
স্বার্থ আমার কিন্তু তোমার নামে,
এটাই সত্য-
তোমার দেয়া মানব জীবন কেড়ে নেয়াটাই দোষের।
প্রশ্ন আমার।
তবে এটাই কী একমাত্র ঠিক?
এবার শোন পরমপিতা,
পরিবর্তন করো আদি বিধান- দাও শাপ,
লালন পালনে ক্ষমতাহীন- সামর্থের অধিক,
জন্মদানও গণ্য হোক কলির নতুন পাপ।
তারিখ: ১৬/০৮/২০১৫, ০৯:০৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ১৬/১১/২০১৬valo hoyechey vai...
-
jannatul ripa ২৮/১০/২০১৬বেশ দারুন,, ভালো লাগল
-
সোলাইমান ২৩/১০/২০১৬ভাল লাগল ভাই।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/১০/২০১৬ভাবনা খুব ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৬কবিতাটি বাইবেলকেন্দ্রিক কিনা? পুরাপুরি বুঝতে পারিনি।