www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

৬৯

স্বাধীনতার চোখ,
মানুষ মানুষে পৃথক করেও দেখায় না একটু শোক।

স্বাধীনতার মুখ,
হাজার মুখোশ পরিবর্তন করে, ভুলিয়ে নিজের দুখ।

স্বাধীনতার হাত,
অর্থ দিয়ে সত্য লুকিয়ে দেয় অভাগাকে আঘাত।

স্বাধীনতার পা,
চলতে চলতে ক্লান্ত (হয়তো), তবুও গরিবকে মারে লাথ।

স্বাধীনতার ভাব,
বৈচি(ত্র্যর মাঝে ঐক্য, কিন্তু উলটোটার আজ অভাব।

স্বাধীনতার স্বাদ,
টক-ঝাল-মিষ্টি-নোনতা, যায়না কিছুই বাদ।

স্বাধীনতার উদর,
কালো অর্থ অনায়সে গিলেও হয়না কারোর পর।

স্বাধীনতার ধর,
চলছে চলবে শ্লথ গতিতেই, মাত্র বয়স ঊনসত্তর।


তারিখ: ১৫/০৮/২০১৫, ১১:৩১ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সভ্যচাষী সপ্তম ১৯/১০/২০১৬
    ৬৯ নব নব চেতনার জন্ম দিন
  • স্বাধীনতা আসলেই মূল্যবান।
  • ফয়জুল্লাহসাকি ১৮/১০/২০১৬
    ঠিকই বলেছেন ভাই!
  • মোনালিসা ১৮/১০/২০১৬
    ভালো
  • সোলাইমান ১৮/১০/২০১৬
    অনেক সুন্দর।
  • Very nice
 
Quantcast