কর্মের ধর্ম
চেয়ে দেখ দেব তোমার পুত্রের দিকে,
ভাগ করেছিলে যাদের ভিন্ন কাজে
সমান সন্মানে, জগতের সুবিধার্থে।
আজ ধর্মের চাপে কর্ম কাঁদে,
উত্তম, মধ্যম আর অধম ভাগে
বিভক্ত হয়ে বিস্মৃত-
আমরা সবাই অমৃতপুত্র।
প্রতিদিন প্রতিক্ষনে,
সন্তান তোমার দুয়ার ত্যাগে
শুধুই অভিমান আর রাগে।
হায়! দেখছো সবই, তবুও মৌন
এবারতো করো নিষ্পত্তি।
বলে দাও- কর্মই হোক ধর্ম-বর্ণ
সেটাই চিরসত্ত্যি।
তারিখ: ১৪/০৮/২০১৫, ০৮:৫৩ মি:
ভাগ করেছিলে যাদের ভিন্ন কাজে
সমান সন্মানে, জগতের সুবিধার্থে।
আজ ধর্মের চাপে কর্ম কাঁদে,
উত্তম, মধ্যম আর অধম ভাগে
বিভক্ত হয়ে বিস্মৃত-
আমরা সবাই অমৃতপুত্র।
প্রতিদিন প্রতিক্ষনে,
সন্তান তোমার দুয়ার ত্যাগে
শুধুই অভিমান আর রাগে।
হায়! দেখছো সবই, তবুও মৌন
এবারতো করো নিষ্পত্তি।
বলে দাও- কর্মই হোক ধর্ম-বর্ণ
সেটাই চিরসত্ত্যি।
তারিখ: ১৪/০৮/২০১৫, ০৮:৫৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭ভালো লাগলো।
-
সাইফ রুদাদ ১৭/১০/২০১৬সুন্দর
-
অঙ্কুর মজুমদার ১৬/১০/২০১৬nice
-
ফয়জুল্লাহসাকি ১৬/১০/২০১৬কর্মই প্রকাশ করে কার ধর্ম কেমন! যদি তা হত তবে এ পৃথিবী অচল হয়ে যেত।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০১৬কর্মই হোক মানুষের বাঁচার স্বপ্ন।
-
মোনালিসা ১৬/১০/২০১৬হুম...............