অভিসারী
হীরা ডাকে,
এসো আলোরা বুকের মাঝে
জেগে উঠ মোর সাজে।
একঝাঁক আলো একত্রে এলো
সাজিয়ে হীরা ছড়িয়ে গেলো
একা একা এদিকে ওদিকে।
কী আর করি লজ্জায় মরি
চুপ করে ভাবে আঁতসকাঁচ,
হঠাৎ শিড়দাঁড়া সোজা করে
দাঁড়ায় সঠিক দূরে,
একঝাঁক আলো মেলায় একই বিন্দুতে।
এরপর কী হলো? তাও কী হবে বলতে!
তারিখ : ১১/০৮/২০১৫, ০৯:৪২ মি:
এসো আলোরা বুকের মাঝে
জেগে উঠ মোর সাজে।
একঝাঁক আলো একত্রে এলো
সাজিয়ে হীরা ছড়িয়ে গেলো
একা একা এদিকে ওদিকে।
কী আর করি লজ্জায় মরি
চুপ করে ভাবে আঁতসকাঁচ,
হঠাৎ শিড়দাঁড়া সোজা করে
দাঁড়ায় সঠিক দূরে,
একঝাঁক আলো মেলায় একই বিন্দুতে।
এরপর কী হলো? তাও কী হবে বলতে!
তারিখ : ১১/০৮/২০১৫, ০৯:৪২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৫/১০/২০১৬অসাধারণ কবি।
-
সাইয়িদ রফিকুল হক ১৪/১০/২০১৬পড়েছি।
-
মোনালিসা ১৪/১০/২০১৬খুব ভাল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/১০/২০১৬সুন্দর। শুভেচ্ছা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/১০/২০১৬সুন্দর হয়েছে।
-
তুষার অপু ১৩/১০/২০১৬দারুণ