কে. পাল
কে. পাল-এর ব্লগ
-
চারিদিকে আঁধার,
সূর্য অস্ত গেছে সেই কবে।
তারা পথ দেখায় রাস্তার,
পথ চলি নিরবে! [বিস্তারিত] -
এতো অন্যায় হচ্ছে,
যাতে সেটাই ন্যায় মনে হয়?
এতো ভুল হচ্ছে,
যাতে সেটাই সঠিক লেখা হয়? [বিস্তারিত] -
গন্ধ বেড় হচ্ছে বড্ড,
মনের অলিগলি থেকে অনবরত।
নিরেপক্ষ বুদ্ধির পারফিউম ঢালি এত্ত,
সারা শহর সারা গ্রামে- যত্রতত্র। [বিস্তারিত] -
মরা শহর-
জ্বলছে রাতে নাচের উন্মাদনায়।
চিৎকার হাঁকে ফেরিওয়ালা জবর,
মুখ দেখে যাও বিনা পয়সায়! [বিস্তারিত] -
আগুনটা জ্বলছে বেশ,
ওদিকের গ্রামে।
দাউদাউ করে লেলিহান শিখার কেশ,
আর পোড়া গন্ধের ঘ্রাণে [বিস্তারিত] -
কঙ্কাল তো কবেই হয়েছি...
সে ব্যপারে নিঃসন্দেহ আছি।
আয়নায় মুখ দেখা বন্ধ আগেই-
চটুল আঁতলামি আদিখ্যেতার আবেগেই [বিস্তারিত] -
ঘরবাড়ি বাগান ছিল।
পুকুর ভর্তি মাছ ছিল।
ক্ষেত সাজানো ধান ছিল।
বাগানে কত গাছ ছিল। [বিস্তারিত] -
পচা ইতিহাসের অদম্য গুপ্তকথা
দেহমনের অলিতে-গলিতে ছিটিয়ে,
পড়ে থাকে ধামাচাপা।
আদিম রিপুতে ধিকিধিকি জ্বলে, [বিস্তারিত] -
ওয়াক থুঃ থুঃ,
(হাঁটলেই শুনতে পাই)
তবু চোখ টিপে অন্যায় গিলে খাই;
হজমও করি ঢেকুর! [বিস্তারিত] -
ধুর-ধুর-ধুর,
জ্ঞানপাপীদের জাগাতে আর ভালো লাগেনা।
আঁতলামি তোতলামির ক্ষুর,
জিহ্বায় লেগেই আছে ওদের আজন্মা। [বিস্তারিত] -
বাঁশি বেজে যায় অনবরত,
আমার কানের কাছে...
সেটা জেগে থাকার জন্য,
সেটা জেগে উঠবার জন্য। [বিস্তারিত] -
আমি বেঁচে থাকি,
বাকি সব, যাক না জলাঞ্জলি।
ভুলতে চাই ঐ বস্তাপচা রীতি,
পথ আগলে রাখে- মরার খুলি। [বিস্তারিত] -
সমস্তটা বোঝার ঠ্যাকা
আমাকেই নিতে হয়,
সব সময়!
সেটা ভালো হোক, [বিস্তারিত] -
অনেক সমস্যা।
বারবার সকলকে বোঝাই চিৎকার করে,
অনেকে শোনে, অনেকে শোনে না।
তবুও চুরি করা সম্পদ ঘরে লুকিয়ে, [বিস্তারিত] -
চেনা শব্দগুলো যায় এখন উল্টে;
সুনিপুণ চালাকি বলে।
সবল মস্তিষ্করা নির্লিপ্ত পঙ্গু আবেগে,
গোঁঙায় বিছানার কোলে। [বিস্তারিত]