www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেম

যদি দিই সমস্ত পরশ
যদি দিই প্রেম,
যদি হই পাগলা নটন
যদি হই হেম ।

তুমি তো বোশেখ বাতাস
আসা এবং যাওয়া,
আমি যে জীবনের স্রোত
হয় না ছুটি চাওয়া ।

তুমি সেই ঝরনা উছল
পড়েই হলে সারা,
আমি মাতাল সাগর ঢেউ
গতির মধ্যে হারা ।

এরই মাঝে রেখেছি তুলে
আমার যত কাঁদা-হাসা,
যদি দিই হৃদয় তোমায়
যদি হই ভালোবাসা ।

ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast