প্রেম
যদি দিই সমস্ত পরশ
যদি দিই প্রেম,
যদি হই পাগলা নটন
যদি হই হেম ।
তুমি তো বোশেখ বাতাস
আসা এবং যাওয়া,
আমি যে জীবনের স্রোত
হয় না ছুটি চাওয়া ।
তুমি সেই ঝরনা উছল
পড়েই হলে সারা,
আমি মাতাল সাগর ঢেউ
গতির মধ্যে হারা ।
এরই মাঝে রেখেছি তুলে
আমার যত কাঁদা-হাসা,
যদি দিই হৃদয় তোমায়
যদি হই ভালোবাসা ।
ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।
যদি দিই প্রেম,
যদি হই পাগলা নটন
যদি হই হেম ।
তুমি তো বোশেখ বাতাস
আসা এবং যাওয়া,
আমি যে জীবনের স্রোত
হয় না ছুটি চাওয়া ।
তুমি সেই ঝরনা উছল
পড়েই হলে সারা,
আমি মাতাল সাগর ঢেউ
গতির মধ্যে হারা ।
এরই মাঝে রেখেছি তুলে
আমার যত কাঁদা-হাসা,
যদি দিই হৃদয় তোমায়
যদি হই ভালোবাসা ।
ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৩/০৬/২০১৬খুব সুন্দর কবিতাটি।
-
অ ২৯/০৭/২০১৫সুন্দর ভাবনা ।
-
জহরলাল মজুমদার ২৭/০৬/২০১৫বোশেখ পুরোন শব্দ আর ঝরনা- ঝর্ণা হবে এছারা ঠিকঠাক।
-
কিশোর কারুণিক ২৭/০৬/২০১৫লিখে যান
-
প্রণব কুসুম দত্ত ২৭/০৬/২০১৫ভাল হয়েছে। লিখে যান। আমরা আছি পড়ার জন্য। শুভকামনা রইল।