শূন্যতার চারপাশ
বুকের ভেতর শুয়ে থাকে ময়াল
ঘুমপর্বে বেজে যায় বিস্মৃতির নহবত
আগুনের চারপাশে অবুঝ মাতাল
নিঃশব্দে লেখা হয় মহাভারত
উড়ন্ত জোনাকের দূর যাত্রায়
অশরীরী ঘ্রাণজ রূপগত ছায়া
সংগীত লহরার প্রতি মাত্রায়
সেইসব হারিকিরির ছন্দিল কায়া ।
ঘুমপর্বে বেজে যায় বিস্মৃতির নহবত
আগুনের চারপাশে অবুঝ মাতাল
নিঃশব্দে লেখা হয় মহাভারত
উড়ন্ত জোনাকের দূর যাত্রায়
অশরীরী ঘ্রাণজ রূপগত ছায়া
সংগীত লহরার প্রতি মাত্রায়
সেইসব হারিকিরির ছন্দিল কায়া ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
T s J ২৩/০৬/২০১৫সুন্দর
-
মুস্তাকিম অাহমদ ২৩/০৬/২০১৫অসাধারণ কিছু কিছু কথা সাধারণ ভাবে লুকায়িত অাপনার কবিতায় … বর্ণণায় অতি বিশরদ . . .
-
প্রণব কুসুম দত্ত ২৩/০৬/২০১৫সুন্দর বোধ।
-
মোবারক হোসেন ২৩/০৬/২০১৫ভাবের মাঝেই ভাবনা।আসলে এটা আতনার স্বাদ।
ধন্যবাদ। -
জে এস সাব্বির ২৩/০৬/২০১৫ভাল লিখেছেন । আরো লিখে যান ।