শেকল পুরাণ
কিছুটা যেন চর্যাপদের ভীষণ মেঘলা দুপুর
কিছুটা যেন নীল আকাশের জটিল মধ্যমা
বারমাস্যার এহেন নির্ভেজাল রূপকথা
কিছুটা হলেও স্পর্শ করে ভেতরের মেরুদণ্ড
তারপর যেসব ক্ষত্রিয় কল্পনা
পাহাড় পর্বে লেখে দুর্দান্ত রাত প্রহর
সেইসব বাতিঘরে সামুদ্রিক ঢেউয়ের ঝাপটা
প্রায়শ খুলে নেয় গায়ের চামড়া
পা বাড়িয়ে আছে ঘোরতর দিন
কিছুটা যেন নীল আকাশের জটিল মধ্যমা
বারমাস্যার এহেন নির্ভেজাল রূপকথা
কিছুটা হলেও স্পর্শ করে ভেতরের মেরুদণ্ড
তারপর যেসব ক্ষত্রিয় কল্পনা
পাহাড় পর্বে লেখে দুর্দান্ত রাত প্রহর
সেইসব বাতিঘরে সামুদ্রিক ঢেউয়ের ঝাপটা
প্রায়শ খুলে নেয় গায়ের চামড়া
পা বাড়িয়ে আছে ঘোরতর দিন
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।