এসএমএস
যাকে ছুঁতে পারি, তাকে ছুঁতে পারি না
তাকে ছুঁতে পারি, যাকে ছুঁতে পারি না
জমাট সূর্যের মতো হৃদয়ের ঠাণ্ডাভাব
নিউরোনে তেজ্য অথবা স্বাভাবিক শিহরণ
স্পষ্ট কথারা কুয়াশায় বাষ্পময়
বৈকালিক স্পর্শ পথ চেয়ে রাঙা
নদী জলে স্রোত ও ঘূর্ণি খেলা
আকাশি চেতনায় ভালোবাসার স্পন্দন
তবু, তাকে ছুঁতে পারি
তাকে ছুঁতে পারি, যাকে ছুঁতে পারি
তাকে ছুঁতে পারি, যাকে ছুঁতে পারি না
জমাট সূর্যের মতো হৃদয়ের ঠাণ্ডাভাব
নিউরোনে তেজ্য অথবা স্বাভাবিক শিহরণ
স্পষ্ট কথারা কুয়াশায় বাষ্পময়
বৈকালিক স্পর্শ পথ চেয়ে রাঙা
নদী জলে স্রোত ও ঘূর্ণি খেলা
আকাশি চেতনায় ভালোবাসার স্পন্দন
তবু, তাকে ছুঁতে পারি
তাকে ছুঁতে পারি, যাকে ছুঁতে পারি
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরজু নাসরিন পনি ২০/১০/২০১৩
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২০/১০/২০১৩খুবই জটিলতায় পরিপূর্ণ কবিতা।পাঠক স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হবে।যদিও চমৎকাার লিখেছে ন আপনি।সুন্দর ভাষার চমৎকার ব্যবহার।ধন্যবাদ কবিতা র জন্য।
-
রোদের ছায়া ২০/১০/২০১৩কবিতায় কথার মারপ্যাঁচ বেশ ভালো লাগলো।
''তাকে ছুঁতে পারি যাকে ছুঁতে পারিনা
যাকে ছুঁতে পারি তাকে ছুঁতে পারিনা ।''
যা পেয়েছি আমি তা চাইনা...
গানটার কথা মনে পড়ে গেলো আপনার কবিতাটা পড়ে ।
শুভেচ্ছা রইল কবিকে ।।