কাটাকুটির খেলা
গ্রাম থেকে এক পা ফেললে শহর
শহর থেকে এক পা ফেললে মনিকা বেদি
প্রত্যহ বুক থেকে খসে যাচ্ছে সাদা চুন
বদলে যাচ্ছে চেনা জানা রাসায়নিক সমীকরণ
ভোর বাতাস । এলো চুল । ফুলের ছোঁয়া
রুটিনে দারুণ সব লোমহর্ষক খাদ্যতালিকা
কাছের নদী সরে যাচ্ছে দূরে
বদলে যাচ্ছে আপন রাজত্বের মানচিত্র
এক পা ফেললে বেঁচে থাকা
এক পা ফেললে বেঁচে না থাকা
শহর থেকে এক পা ফেললে মনিকা বেদি
প্রত্যহ বুক থেকে খসে যাচ্ছে সাদা চুন
বদলে যাচ্ছে চেনা জানা রাসায়নিক সমীকরণ
ভোর বাতাস । এলো চুল । ফুলের ছোঁয়া
রুটিনে দারুণ সব লোমহর্ষক খাদ্যতালিকা
কাছের নদী সরে যাচ্ছে দূরে
বদলে যাচ্ছে আপন রাজত্বের মানচিত্র
এক পা ফেললে বেঁচে থাকা
এক পা ফেললে বেঁচে না থাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৯/১০/২০১৩খুবই গভীর আপনার ভাবনা।সত্যিই চমৎকার।ভালোো লাগলো।ধন্যবাদ আপনার কবিতা র জন্য।শুভকামনা আপনার জন্য।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৯/১০/২০১৩অনবদ্য