রক্ত সম্পর্ক
গলনাঙ্ক না থাকলে মানুষ হওয়া যায় না
মানুষ হতে দরকার অন্তত মেরুদণ্ড
কোথাও একটা ভুল ছিল । হয়তো এখনো আছে
দিঘির পশ্চিমপাড়ে স্বর্ণলতার আবেশি বেষ্টনি
ছায়া ঘিরে বুনোফুলের মন রাঙানো যৌবন
মানুষের দিকে ছুঁড়ে দেয় আজন্ম ভালোবাসা
স্খলিত রক্তে আদিম অরণ্য হাতছানি
হাড়ের ভেতর ঘনিষ্ঠ প্রিয় তরল
মানুষ হতে দরকার অন্তত মেরুদণ্ড
কোথাও একটা ভুল ছিল । হয়তো এখনো আছে
দিঘির পশ্চিমপাড়ে স্বর্ণলতার আবেশি বেষ্টনি
ছায়া ঘিরে বুনোফুলের মন রাঙানো যৌবন
মানুষের দিকে ছুঁড়ে দেয় আজন্ম ভালোবাসা
স্খলিত রক্তে আদিম অরণ্য হাতছানি
হাড়ের ভেতর ঘনিষ্ঠ প্রিয় তরল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।