তুমি বিষয়ক মন্তব্য
তুমি আমার স্বপ্নে দেখা ফুলবাগানের গোলাপ,
তোমার সাথে কবে যেন কোথায় হল আলাপ ।
তুমি আমার সেদিন থেকে হৃদয়ের যন্ত্রণা,
নিজের কথা ভুলেই গেছি, হয়নি কো আর জানা ।
তোমার জন্য পাহাড় চূড়ায়, সাগর তীরে আসা,
তোমার জন্য রাখা আছে গভীর ভালোবাসা ।
তুমি আমার হঠাৎ ঝড়ে উড়িয়ে দেওয়া সুর,
তোমার জন্য আছে বসে বিরহী দুপুর ।
তুমি আমার যখন তখন রোদ বৃষ্টি ঝড়,
দেদার তাপে দেয় পুড়িয়ে আমার তাসের ঘর ।
তোমার সাথে কবে যেন কোথায় হল আলাপ ।
তুমি আমার সেদিন থেকে হৃদয়ের যন্ত্রণা,
নিজের কথা ভুলেই গেছি, হয়নি কো আর জানা ।
তোমার জন্য পাহাড় চূড়ায়, সাগর তীরে আসা,
তোমার জন্য রাখা আছে গভীর ভালোবাসা ।
তুমি আমার হঠাৎ ঝড়ে উড়িয়ে দেওয়া সুর,
তোমার জন্য আছে বসে বিরহী দুপুর ।
তুমি আমার যখন তখন রোদ বৃষ্টি ঝড়,
দেদার তাপে দেয় পুড়িয়ে আমার তাসের ঘর ।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০১৩চমৎকার ছন্দের একটি কবিতা।সাধারণ ভাবনার কবিতা হলেও ভাষার সরলতা কবিতা তে একটি অবস্থানে নিয়ে গেছে।ভালো হয়েছে তবে আরও ভালো হতে পারত যদি ভাবনা ভিন্ন হতো।আপনি চাইলে আরও ভালো করতে পারেন।সেই ক্ষমতা আপনার আছে।চেষ্টা করুন।ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।