www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আর নয় ভালোবাসা(২য় পর্ব)

-তোমার কি লজ্জা নেই?
-আছেতো!
-তাহলে ও এতো অপমান করে তারপরওকথা বলতে যাও কেন ওর সাথে!!
-কি করব?
-তোমার কি নিজের ওয়েট কমাইতে ভালো লাগে?
-না
-তাহলে ওকে এতো তেল মারতে যাও কেন?
-কথা না বললে যে ভালো লাগেনা কিছু
-কেন?
-খুব একা লাগে নিজেকে
-ও কি তোমাকে ছাড়া একা ফিল করে?
-না মনে হয়
-ওর তো BF আছে। ওকে নিয়ে ও খুব ভালোই আছে।
-হ্যাঁ জানি
-তাহলে আমি কি করব? আমি যে ভালো নেই!
-দেখ হয়তো তুমি ওকে অনেক ভালোবাস কিন্তু ও তো তোমাকে একটুও ভালোবাসে না। যতটুকু তোমার জন্য করে তাহল ওর সহানুভূতি। তুমিই বলো তুমি কি কারও সহানুভূতি নিয়ে বেঁচে থাকতে চাও?
-না
-তাহলে আজ থেকে আর ওর সাথে কথা বলবা না
-কেন?
-ঐ যে কারও সহানুভূতি নিয়ে তুমি বাঁচতে চাও না
-ভালো লাগে না যে
-তোমার নিজের একটা মূল্য আছে সেটা কেন নষ্ট করবা?
-জানিনা
-ও যখন ওর BF নিয়ে ঘুরে তখন ও কি তোমার কথা একবারও ভাবে? ও যখন খুব আনন্দে থাকে তখন কি ও তোমার কথা একবারও ভাবে?
-জানিনা কিছু আমি
-জানবা না তো
-আমি ওর সাথে একটু ঝামেলা হলেই থাকতে পারিনা, আর কি করে কথা না বলে থাকব?
-নিজের যে একটা ব্যক্তিত্ব আছে তাকে কেন ইমোশনের কাছে বিকিয়ে দিচ্ছ। তুমি এতো বোকা কেন?
-আমি বোকা?
-হুম, অনেক বোকা
-সবাই তাই বলে আমাকে
-বোকা দেখেইতো বলে। এখন থেকে ও ডাকলেও ওকে না চিনার ভান করবা।
-ও কি ভাববে?
-তোমার এতো চিন্তা করতে হবে না। ও যা খুশি তাই ভাবুক।
-কেমন দেখাবে না
-কেমন দেখাবে আর। ও যখন তোমাকে অপমান করে তখন ও কি ভাবে এসব কিছু যে তুমি কতটুকু কষ্ট পাচ্ছ!
-আমি এমন হতে পারব না।
-পারতে হবে। নিজের ওয়েট রক্ষা করতে হলে
-চেষ্টা করি
-তুমি চেষ্টা করছ না
-করছি
-কই
-আগে ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না, এখন তো পারছি।
-ভালো
-খারাপ লাগে যে
-এটা সহ্য করতে হবে
-না পারলে
-তাহলে আমার সাথে আর এসব বলতে আসবে না
-এবার না আমি ওর কাছ থেকে অনেক কষ্ট পাইছি।
-কেন?
-ও এবার আমার সাথে এমন ভাবে আচরণ করছে মনে হচ্ছিল যেন আমি অনেক দূরের কেউ। আমার কিছু হলে নাকি ওর কোন যায় আসে না।
-তারপরও ওর জন্য কান্নাকাটি কর তুমি?
-করছিলাম একটু।
-পৃথিবীতে কি আর কোন মেয়ে নাই?
-আছেতো! ওর চেয়ে অনেক ভালো মেয়েও আছে
-তাহলে?
-কিন্তু আমি যে ওকে ভালোবাসি!
-ওর কাছে তো এর কোন মূল্য নেই।
-জানি
প্লাবনকে পুতুল এতো ভাবে বুঝানোর চেষ্টা করছে প্লাবন যেন বুঝতেই পারছে না। কি পেল ঐ নিসার মাঝে প্লাবন। কিইবা হবে প্লাবনের পরিনতি।
বিষয়শ্রেণী: গল্প
ব্লগটি ১০৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast