দিনের আলোর মাঝে
দিনের আলোর মাঝে,
অনেক ‘অন্ধকার’ সুর; একাকী দূরে বাজে।
সবাই শুনততে পায়না যে,
প্রকাশ্য মাখেনা গায়,
তবু ‘মন’-পাখি; পাখনা মেলতে চায়।
একে একে দিনের আলো ফুরায়।
অস্তগামী সূর্য পিছন ফিরে না তাকায়।
শরীর কুঁকড়ে ধরে লাজে।
দিনের আলোর মাঝে।
দিনের বেলা রাতের অপেক্ষা।
সাদা যেখানে কালো রঙে ঢাকা।
মনের সাদা দিক দূরে সরিয়ে রাখা।
আবার দিনের আলোর মাঝে নিরলজ্জতা মাখা।
অনেক বিরক্তি, ধিৎকার সব যতো,
উড়ছে আকশে খড়কুটোর মতো।
ওদের এক আলোয় হবে বাঁধতে।
যদি না চাস আর কাঁদতে;
তবে দাঁড়া ঝড়ো বাতাসের মুখে।
যে নিমেষে কান্না ঢেলেছে তোর সুখে;
তার হাসিতে মেশা ভয়।
আর যদি কখনো সম্ভব হয়;
সমাজের রেখা বদলাস।
নিজের উছু মাথা না করে হেঁট,
দুখী-কাঙ্গালের ভরিয়ে পেট;
আর সব মাথা করিস ‘খালাশ’।
যারা মুখোশের আড়ালে পাশবিকতা ঢাকে,
লুকোয় হাজার মানবিকতার ফাঁকে,
সরলতার বেশে পাপীগুলো সব; নিষ্পাপী সাজে
আর ঘুরে বেরায়,
দিনের আলোর মাঝে।
অনেক ‘অন্ধকার’ সুর; একাকী দূরে বাজে।
সবাই শুনততে পায়না যে,
প্রকাশ্য মাখেনা গায়,
তবু ‘মন’-পাখি; পাখনা মেলতে চায়।
একে একে দিনের আলো ফুরায়।
অস্তগামী সূর্য পিছন ফিরে না তাকায়।
শরীর কুঁকড়ে ধরে লাজে।
দিনের আলোর মাঝে।
দিনের বেলা রাতের অপেক্ষা।
সাদা যেখানে কালো রঙে ঢাকা।
মনের সাদা দিক দূরে সরিয়ে রাখা।
আবার দিনের আলোর মাঝে নিরলজ্জতা মাখা।
অনেক বিরক্তি, ধিৎকার সব যতো,
উড়ছে আকশে খড়কুটোর মতো।
ওদের এক আলোয় হবে বাঁধতে।
যদি না চাস আর কাঁদতে;
তবে দাঁড়া ঝড়ো বাতাসের মুখে।
যে নিমেষে কান্না ঢেলেছে তোর সুখে;
তার হাসিতে মেশা ভয়।
আর যদি কখনো সম্ভব হয়;
সমাজের রেখা বদলাস।
নিজের উছু মাথা না করে হেঁট,
দুখী-কাঙ্গালের ভরিয়ে পেট;
আর সব মাথা করিস ‘খালাশ’।
যারা মুখোশের আড়ালে পাশবিকতা ঢাকে,
লুকোয় হাজার মানবিকতার ফাঁকে,
সরলতার বেশে পাপীগুলো সব; নিষ্পাপী সাজে
আর ঘুরে বেরায়,
দিনের আলোর মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪অনেক বিরক্তি এর পর থেক লেখাটা যথেষ্ট সুন্দর লেগেছে আমার কাছে। ভালো লাগলো। আমর বানান অনেক ভুল হয়। তাও বলছি বানান গুলো দেখে নিলে ভালো হয়।
-
মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪কবিতার ভাবনাটা ভাল লাগল....বানানের পরিশুদ্ধতা যাচাইয়ের আশা রইল আপনার নিকট।