www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেকালের পরে একালে এসে

ছাতের সিঁড়িতে বসে;
শান্ত-এলো চুলে বাতাস লেগে;
আজ একটু আবিন্যস্ত তারা।
কিন্তু, দিশেহারা নয়-
হয়তো পালে হাওয়ালাগা মাঝ-দরিয়ার নাও সে;
কিন্তু, ঝড়ের কবলে পড়া একলা, বেচারা জাহাজের দীর্ঘশ্বাস নয়।
স্বাভাবিক ছন্দে সাড়া-জাগানো চাঞ্চল্য আনতে-
হিসেবের খাতায় বেহিসেবী সুরের হস্তাক্ষর টানতে-
মন্দ লাগেনা।
কিন্তু,আজ যে ছাতের এলোকেশী আমার;
চুলের ডগা থেকে জল টপছে টুপটাপ,
ইইইশশ্!! কাঁধের কাছে জামাটা ভিজে সপসপ করছে।
আগে এটা কোমর ভেজাত।

তাতে আফসোস হয় না?
কই নাতো-
ছিটেফোঁটাও না।
চুল কেটে হয়েছি আধুনিকা।
তাতে কি?
কিছুদিন পরই হয়তো চুল-বাড়ানোর ক্রিম মাখব মাথায়,
আর আধুনিকতার মানে বদলাবে।
সময়কে যেতে দিয়েছি বয়ে;
চোখের সামনে দিয়ে।
ঠিক খেয়াল পরেনি হয়তো;
সে গেছে চলে।
ধীর পদক্ষেপে, চুপিচুপি,
সবার চোখের সামনে থেকে;
তবু সে গেছে চলে।

কোমর ভিজিয়ে স্নান করলে;
কাঁধের দু’পাশ দুঃখ করবে?
নাকি, উল্টোটা হলে,
কোমরটা আমার;
অভিমানে বালিশ ভেজাবে?

জানি দু’জনেই, জলমাখা গায়ে;
দেওয়ালের ইঁটের মতো বাঁচবে ওরা।
জল-টপে কাঁধ ভিজে গিয়ে;
কাঁধ-টপে কোমর ভিজবেই।
সত্যিই ওরা একে-অপরের পরিপূরক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ইমন শরীফ ১০/০৮/২০১৪
    ভালবাসার সুইমিংপুলে সাঁতার কাঠতে ইচ্ছে করছে। ভাবনাটা জাগালো কবিতাটি। চমৎকার উপস্থাপনা কবি!!!
    • কোয়েল ১৩/০৮/২০১৪
      আপনাকে এমন উৎসাহব্যাঞ্জক অভিপ্রায়ে উদ্বুদ্ধ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।
  • আবু সঈদ আহমেদ ০৬/০৮/২০১৪
    ভালা লাগা রইল। চলতে থাকুক।
    • কোয়েল ০৯/০৮/২০১৪
      আপনাদের মূল্যবান মন্তব্যাদি যেন আগামী দিনেও এভাবে সাথি হয়ে থাকে।
  • প্রসেনজিৎ রায় ০৫/০৮/২০১৪
    অপূর্ব! খুব ভালোলাগলো দিদি।
    • কোয়েল ০৯/০৮/২০১৪
      তোমাদের ভালোলাগা দিতে পেরে আমার কবিতা পেল স্বার্থকতা।
  • Shopnil Shishir(MD.Shariful Hasan) ০৫/০৮/২০১৪
    wow
  • বাহ দারুন। অনেক ভাল লাগল।
  • সাইদুর রহমান ০৪/০৮/২০১৪
    এক কথায় অসাধারণ।
    শুভেচছা কবি।
    • কোয়েল ০৪/০৮/২০১৪
      আন্তরিক ধন্যবাদ আপনাকে।
      আপনার জন্যেও আনেক শুভেচ্ছা রইল।
  • প্রসেনজিৎ রায় ০৪/০৮/২০১৪
    বাহ্! চমৎকার।
  • অপূর্ব দেব ০৪/০৮/২০১৪
    বা । সত্যি আপনি একটা চমৎকার কবিটা লিখেছেন । খুব সুন্দর
    • কোয়েল ০৪/০৮/২০১৪
      আমার কবিতা পড়ে আপনার মূল্যবান মন্তব্য সংযোজনের অসংখ্য ধন্যবাদ আপনাকে।
  • মল্লিকা রায় ০৪/০৮/২০১৪
    বাহ্ চমত্কার কবিতা পড়লাম, কবি--অসাধারণ লিখনী,শুভেচ্ছা জানলাম কবি।
    • কোয়েল ০৪/০৮/২০১৪
      আমার কবিতা পড়ে আপনার মূল্যবান মন্তব্য সংযোজনের অসংখ্য ধন্যবাদ আপনাকে।
 
Quantcast