www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বল তবে শিখবে কবে

ইঁদুর মশায় ইঁদুর মশায়-
বলবে কবে! মোদের ভাষায়
কুটকুটাকুট- কাটলে হবে !
বল তবে ! শিখবে কবে ?

খাচ্ছ খাতা, খাচ্ছ বই
সাবাড় করে দিচ্ছো মই,
শুধুই কি পেট- ভরলে হবে !
বল তবে ! শিখবে কবে ?

আহারে ভারি- চিঁ চিঁ করো
কাটা-কুটায় শুধুই মরো
বুদ্ধি তোমার কখন হবে !
বল তবে ! শিখবে কবে ?

যদি খাবার পাও হাতে-
খাও, আবার নাও গাতে ,
সব কিছুই কি এমনই হবে !
বল তবে ! শিখবে কবে ?

ধানের গাদায় খড়ের গাদায়
খাচ্ছ খাও- বিনা বাধায়
নিচ্ছ নাও, এমনই ভাবে-,
বল এবার- শিখবে কবে ?

করছো আজ খুব জ্বালাতন
আরে আমার কুট পাটাতন
টিউশন-টা নাও না তবে—!
বল এবার- শিখবে কবে ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ২৯/১১/২০১৫
    খুব ভালো হয়েছে।
  • মজার ছড়া। ভালো লাগলো।
  • বেশ মজার, শিশুতোষ কবিতা।
    ভাল লাগলো প্রিয়কবি।
  • সব কমেন্ট কী একই হবে?
    বল তবে ! শিখবে কবে ?
  • মোবারক হোসেন ২১/১১/২০১৫
    খুব ভাল।
  • সবুজ আহমেদ কক্স ২১/১১/২০১৫
    খুব ভালো
    • ঋজু কবি ২১/১১/২০১৫
      জেনে খুব খুশি হলাম কবিবন্ধু এবং পাশে পেয়েও আপনাকে ।
      ভালো থাকুন সর্বদা ।
  • মোঃ মুলুক আহমেদ ২০/১১/২০১৫
    সুন্দর কাব্য
    • ঋজু কবি ২১/১১/২০১৫
      জেনে খুব খুশি হলাম কবিবন্ধু এবং পাশে পেয়েও আপনাকে ।
      ভালো থাকুন সর্বদা ।
  • দারুণ একখান কাব্য খেলাম।
    ধন্যবাদ কবিকে।
    • ঋজু কবি ২১/১১/২০১৫
      জেনে খুব খুশি হলাম কবিবন্ধু এবং পাশে পেয়েও আপনাকে ।
      ভালো থাকুন সর্বদা ।
 
Quantcast