www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ আমাদের নেই কাজ

আজ আমাদের নেই কাজ
ভীষন খুশি- সবাই আজ ।
              মন্টু , বিলটু আরো পাঁচ !
               সবাই মিলে করবো নাচ ।

নাচের পর যাবো হাটে      
চম্পা নদীর পদ্মা বাটে ।
          কিনবো ঘুড়ি, উড়বে মাঠে ,
          দিনটা যেন ভালোই কাটে ।


বিকেল হলেই আসিস তোরা
সঙ্গে আনিস পাড়ার গোরা
        একে একেই মিলবো আটে ,
          মন দিবিনা আজকে পাঠে ।

কেউ বা কিছু বললে তোদের
নামটা আমার বলিস ওদের !
      সঙ্গে আছি আমিও যে !
      আসিস তোরা, সেজে-গুজে  ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১২/১১/২০১৫
    ভাল লাগলো পড়ে।ধন্যবাদ।
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার কাছ থেকে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
  • দেবাশীষ দিপন ১১/১১/২০১৫
    ভাল লাগলো।।
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার কাছ থেকে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
  • কবিতার বয়েস কতো কবি? কেমন যেন টগবগে কিশোর কিশোর গন্ধ। কবিতায় গোরার আমদানী কেন, ভাই? এ কোন গোরা ? গৌরী নাকি বৃটিশ, পিটিয়ে ভর্তা করার জন্য?
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      এই ধরুন ৬-১২ বছর , অর্থাত বদমাশ কালে ।
      আরে না না কবিবন্ধু, গোরা হল আমাদের খেলার আসল সাথি । যে শুধু হাসায়.........।।

      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার এমনতর মন্তব্যে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
  • ভালো লাগলো..
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার কাছ থেকে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
  • চমৎকার লাগলো। ভাল লিখেছেন ।
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার কাছ থেকে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
  • শমসের শেখ ০৭/১১/২০১৫
    অনেক ভালো লিখেছেন। ছোটদের সুন্দর কবিতা
    • ঋজু কবি ১৩/১১/২০১৫
      খুব অনুপ্রেরনা পেলাম কবিবন্ধু আপনার কাছ থেকে ।
      ধন্যবাদ কবিবন্ধু ।
      ভালো থাকুন সবসময় ।
 
Quantcast