www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজ আমাদের মানা নেই

আজ আমাদের মানা নেই,
রাস্তা না হয় জানা নেই !
তবু আমরা যাবোই চলে -
কাউকে কিছুই না বলে ।

সাত সমুদ্র তেরো নদী
রাস্তার মাঝে আসে যদি
এক লাফেতেই যাবো চলে ,
কাউকে কিছুই না বলে ।

আসুক পথে– ভুতের রাজা!
ঠাণ্ডা মাথায় গিয়েই সোজা
চিপসে দেবো পায়ের তলে,
কাউকে কিছুই না বলে ।

কিংবা যদি রাস্তা মাঝে
পাহাড় আসে মোদের কাজে,
ডুবিয়ে দেবো নদীর জলে
কাউকে কিছুই না বলে ।

আমরা কি গো ভয় করি !
কাঁপি নাকি ! থর-থরি,
চড়-চাপ্পড় লাগাই গালে
কাউকে কিছুই না বলে ।

আমরা যে সব রাজার রাজা
দিতেই পারি ওদের সাজা !
পুরতে পারি ওদের জেলে !
কাউকে কিছুই না বলে...।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর
  • দেবাশীষ দিপন ১০/১১/২০১৫
    দারুণ লাগলো কবি।
  • ভয় পাচ্ছি রাজার রাজা সম্বন্ধে বলথে, আবার যদি চাপাতির নীচে ফেলার দন্ড দেয় কাউকে কিছু না বলে। ক্ষ্যামা দিও মহাশয় দোষ হলে।
    • ঋজু কবি ০৭/১১/২০১৫
      আরে না না কবিবন্ধু । ক্ষমা কিসের লাইগা !
      শিশুদের মনের কথা ফুটিয়ে তুলেছি মাত্র ।
      বেশ ভালো লাগল আপনার মন্তব্যে...।
  • Md. Ashik Hossain Rone ০৫/১১/২০১৫
    দারুন কথা,
  • নির্ঝর ০৫/১১/২০১৫
    খুবেই ভালো লাগলো
  • দারুন!
  • চমৎকার। অনেক ভাল লাগলো কবিতাট পড়ে।
  • Chomotker ....
 
Quantcast