www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চায়েতে চাটনি

আরে বাঃ ! ভেরি গুড
চায়ে নেই বিস্কুট্ !
দূর্ দূর্ গাধাটা !
গো-বুরেই মাথাটা ,

কি- রে গিলটো
সব কেন উল্টো ?

বলছি ,শুনো দাদা
হতেই পারি গাধা,
নইকো আমি চামার
বুদ্ধি আছে আমার,

তাই- বুদ্ধির বলে
দুঃখ যাবে চলে ।

চা খেতে হলে-- ,
পয়সা শিকেয় তুলে
দ্রুত পা ফেলে
যাও চলে হেঁসে-লে,

বেশি নেই খাটনি !
যদি থাকে চাটনি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হা হা হা। সুন্দর ছড়া।
  • শমসের শেখ ২৬/১০/২০১৫
    অসাধারণ তবে নামকরনটা আর একটু ভেবে করলে বোধ হয় সুন্দর কবিতা হতে পারতো।
    • ঋজু কবি ২৬/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু ।
      আসলে আমি এটি হাসির ছড়ায় পরিনত করার চেষ্টা করেছি মাত্র ।
      ভালো থাকুন সবসময় ।
 
Quantcast