মন দিয়ে পড়লে
পড়াশুনা করো ! নাকি শুধু খেলা করো
নাকি তুমি সারাদিন শুধু ঘুরে ফেরো ,
খেলাধূলা ছেড়ে এবার হাতে বই ধরো-
নেপু তুমি ভালো ছেলে, কেন এমন করো !
ক'দিন ধরেই দেখছি তোমায় পড়ায় মন নেই
যেখানে সেখানে পড়েই আছে তোমার খাতা বই !
কালকে দেওয়া হোম ওয়ার্কের খাতাখানা কই ?
‘বেটা বড় বাপে গেছে’ আনতো বেদ, ধুই ।
ওয়- তোরা চুপ কর্ ! মানুষ হবি কবে
নয়ত আজ মার খাবি আমার হাতে সবে ,
বল্ তোদের এই পড়া কতদিনেই হবে ?
তবে নাকি দাঁড়ি-গোঁফ ফুটবে তোদের যবে !
হি-হি করে হাসছিস্, সব গাধার দল
তোদের আজ এই সমাজে থাকুক যতই বল
এমন করলে- পাবি তোরা ভালোই ফলাফল ,
জানিস! কেমন কঠিন এই জীবন চলাচল ।
' মন দিযে পড়লে ' তোরা অনেক কিছুই পাবি
তখন তোরা দেশ ছেড়ে অনেক যাগা যাবি ,
নয়তো তোরা ডুবে ডুবেই শুধুই জল খাবি
এমন সুখের খেলাঘর আর কি কোথাও পাবি !
বেটা এখন বুঝবি না, বুঝবি একটু পরে
তখন দেখবি অনেক দেরি হয়ে গেছে , ওরে... ,
আজ থেকে লেগেই পড় নিজের হাল ধরে
দেখবি তখন, সবাই এসে দেখবে শুধু তোরে ।
রচনাকাল : ২০/১০/২০১৫
মঙ্গলবার ,
গুড়গাঁও , হরিয়ানা ।
নাকি তুমি সারাদিন শুধু ঘুরে ফেরো ,
খেলাধূলা ছেড়ে এবার হাতে বই ধরো-
নেপু তুমি ভালো ছেলে, কেন এমন করো !
ক'দিন ধরেই দেখছি তোমায় পড়ায় মন নেই
যেখানে সেখানে পড়েই আছে তোমার খাতা বই !
কালকে দেওয়া হোম ওয়ার্কের খাতাখানা কই ?
‘বেটা বড় বাপে গেছে’ আনতো বেদ, ধুই ।
ওয়- তোরা চুপ কর্ ! মানুষ হবি কবে
নয়ত আজ মার খাবি আমার হাতে সবে ,
বল্ তোদের এই পড়া কতদিনেই হবে ?
তবে নাকি দাঁড়ি-গোঁফ ফুটবে তোদের যবে !
হি-হি করে হাসছিস্, সব গাধার দল
তোদের আজ এই সমাজে থাকুক যতই বল
এমন করলে- পাবি তোরা ভালোই ফলাফল ,
জানিস! কেমন কঠিন এই জীবন চলাচল ।
' মন দিযে পড়লে ' তোরা অনেক কিছুই পাবি
তখন তোরা দেশ ছেড়ে অনেক যাগা যাবি ,
নয়তো তোরা ডুবে ডুবেই শুধুই জল খাবি
এমন সুখের খেলাঘর আর কি কোথাও পাবি !
বেটা এখন বুঝবি না, বুঝবি একটু পরে
তখন দেখবি অনেক দেরি হয়ে গেছে , ওরে... ,
আজ থেকে লেগেই পড় নিজের হাল ধরে
দেখবি তখন, সবাই এসে দেখবে শুধু তোরে ।
রচনাকাল : ২০/১০/২০১৫
মঙ্গলবার ,
গুড়গাঁও , হরিয়ানা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দ্বীপ সরকার ২২/১০/২০১৫ভালো।
-
শমসের শেখ ২১/১০/২০১৫অনেক ভালো মনোভাব নিয়ে লেখা তবে ভাবনাটা আরো বারাতে হবে। তারপরেও ভালো।
-
রুহুল আমীন রৌদ্র. ২১/১০/২০১৫ঠিক বলেছেন কবি।
-
রইস উদ্দিন খান আকাশ ২১/১০/২০১৫বেশ মজা পেলাম
-
এম এস সজীব ২১/১০/২০১৫fine
-
Md. Ashik Hossain Rone ২০/১০/২০১৫সুন্দর