www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূজো এল বলে

বাকি থাকা দিন গুলো গেল সরে সরে
যারা ছিল দূর দ্বীপে তারা এল ঘরে ,
ঘর ছিল খালি খালি , আজ গেছে ভরে
মন আজ ছোটে তাই আকাশের তরে...।

কতদিন পরে আবার  পূজো এল ফিরে--
সপ্তরঙে আকাশ তাই আছে যেন ঘিরে ,
সাদা কালো মেঘের ভেলা যাচ্ছে সরে সরে
মনটাযে আজ বেজায় পাগল, উড়ছে সকাল ধরে  ।

মাঠের পারে নদীর ধারে , হালকা ঢেউ-র ছলে
শিউলি আর কাশের ফুল সারি সারি দোলে ,
তাদের দেখেই হৃদয় আমার যাচ্ছে সবই ভুলে ,
তারা মোদের আহ্বান করছে , "পূজো এল বলে " ।

পূজোয় মোরা কিনবো মোদের সব প্রিয়ো জিনিস
দেখবে ওরা-, দেখবো মোরা , করবো না কেউ মিস্
ভুল হলে আজ বলবো না গো , বাহানা করে  ইস্ !
মুখ থেকে আজ বেরিয়ে যাক্ , আদর মাখা শিশ্  ।

মনটাযে আজ পূজোর গন্ধে করছে মাতামাতি
বদ্ধ ঘরে থাকছে না আর সকাল কিংবা রাতি ,
চায় যেতে চায় মনটা যে আজ ওদের হাতাহাতি
বলছে ডেকেই, ওদের কে আজ 'আয় বন্ধু পাতি' ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সহিদুল হক ২১/১০/২০১৫
    সুন্দর সময়ানুগ কবিতা।
    শারদীয়ার শুভেচ্ছা জানাই কবিকে।
    • ঋজু কবি ২১/১০/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু । আপনাকেও শারদীয়ার ঢের সারি শুভেচ্ছা জানাই ।
      ভালো থাকুন সবসময় ।
  • শমসের শেখ ১৮/১০/২০১৫
    ধর্মের প্রতি স্রদ্ধা করে কবিতে ভালো লাগলো
    • ঋজু কবি ১৯/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু । খুব খুব অনুপ্রেরনা পেলাম আপনার কাছ থেকে ।
      আমরা যে ভাই ভাই ,
      এসো আজ সবাই মিলে ভেসে যাই
      ঢাকির বাদ্যে ...।।

      খুব খুব ভালো থাকুন সবসময়...।
  • মোবারক হোসেন ১৭/১০/২০১৫
    ভাল লাগলো।
    • ঋজু কবি ১৭/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু । খুব খুব অনুপ্রেরনা পেলাম আপনার কাছ থেকে ।
      খুব খুব ভালো থাকুন সবসময়...।
  • এস এম সাব্বির ১৭/১০/২০১৫
    সুন্দর
    • ঋজু কবি ১৭/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু । খুব খুব অনুপ্রেরনা পেলাম আপনার কাছ থেকে ।
      খুব খুব ভালো থাকুন সবসময়...।
  • বেশ
    • ঋজু কবি ১৭/১০/২০১৫
      ধন্যবাদ কবিবন্ধু । খুব খুব অনুপ্রেরনা পেলাম আপনার কাছ থেকে ।
      খুব খুব ভালো থাকুন সবসময়...।
 
Quantcast