জানো তো তুমি
জানা ছিলো না , মানা আছে
তা ও আবার আমার কাছে !
বোঝা-ও দায় ! মনের কথা
হোক না তা শত ব্যথা ।
বলবে না ও পোড়া মুখি
--যে কতটা, নিজে দুখি ,
আমি কি তবে ভুল বুঝি !
চাও কি বল , নাই খুঁজি ।
আকাশ জানে তোমার আমার
এই যে প্রেম নয়তো কমার ,
জীবন ভোর আমি যে তোর
নয়তো আমি ছাড়বো ঘর ।
হোক না তোমার শত ব্যথা
ভাঙ্গতেই রাজি , হাজার প্রথা
তোমার ব্যথা ,তা আমার ব্যথা
জানোতো তুমি , এসব কথা !
তবে কি করে , বলো আমায় !
চুপ থাকলে, মানায় আমায় !
নাই বা বুঝলে! জানোতো তুমি--
তবে , আমার প্রেমে আছে কি কমি ?
তা ও আবার আমার কাছে !
বোঝা-ও দায় ! মনের কথা
হোক না তা শত ব্যথা ।
বলবে না ও পোড়া মুখি
--যে কতটা, নিজে দুখি ,
আমি কি তবে ভুল বুঝি !
চাও কি বল , নাই খুঁজি ।
আকাশ জানে তোমার আমার
এই যে প্রেম নয়তো কমার ,
জীবন ভোর আমি যে তোর
নয়তো আমি ছাড়বো ঘর ।
হোক না তোমার শত ব্যথা
ভাঙ্গতেই রাজি , হাজার প্রথা
তোমার ব্যথা ,তা আমার ব্যথা
জানোতো তুমি , এসব কথা !
তবে কি করে , বলো আমায় !
চুপ থাকলে, মানায় আমায় !
নাই বা বুঝলে! জানোতো তুমি--
তবে , আমার প্রেমে আছে কি কমি ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শুভাশিষ আচার্য ০৮/১০/২০১৫বেশ।
-
রুহুল আমীন রৌদ্র. ০৮/১০/২০১৫অসম্ভব সুন্দর হয়েছে কবি।
-
মাহফুজুর রহমান ০৮/১০/২০১৫কবি অনেক সুখপাঠ্যের বিষয় তাকে এমন ভাবে উপস্থাপন করতে হয় যেন পাঠক মাত্রই একটু হলেও থেমে যান , ভাবতে বাধ্য হন ।
শব্দকে নিয়ে যে খেলা করা যায় তার প্রমান মেলে কবিতাতে । তাই আমার মতামত হল- শুধু ছন্দের মিল নয় , কবিতাকে কবিতার মত করে উপস্থাপন করতে হবে ।
চেষ্টা থাকা ভালো । চেষ্টা চালিয়ে যান । প্রচুর পড়াশুনা করুন । আরও পড়ুন , অনেক পড়ুন ...। -
মুরাদ হোসেন ০৭/১০/২০১৫খুব সুন্দর