www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানো তো তুমি

জানা ছিলো না , মানা আছে
তা ও আবার আমার কাছে !
বোঝা-ও দায় ! মনের কথা
হোক না তা শত ব্যথা ।

বলবে না ও পোড়া মুখি
--যে কতটা, নিজে দুখি ,
আমি কি তবে ভুল বুঝি !
চাও কি বল , নাই খুঁজি ।

আকাশ জানে তোমার আমার
এই যে প্রেম নয়তো কমার ,
জীবন ভোর আমি যে তোর
নয়তো আমি ছাড়বো ঘর ।

হোক না তোমার শত ব্যথা
ভাঙ্গতেই রাজি , হাজার প্রথা
তোমার ব্যথা ,তা আমার ব্যথা
জানোতো তুমি , এসব কথা  !

তবে কি করে , বলো আমায় !
চুপ থাকলে, মানায় আমায় !
নাই বা বুঝলে! জানোতো তুমি--
তবে , আমার প্রেমে আছে কি কমি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শুভাশিষ আচার্য ০৮/১০/২০১৫
    বেশ।
    • ঋজু কবি ০৮/১০/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু । কবিতাটিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে তাই অসংখ্য শুভেচ্ছা রইল ।
  • অসম্ভব সুন্দর হয়েছে কবি।
    • ঋজু কবি ০৮/১০/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু । কবিতাটিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে তাই অসংখ্য শুভেচ্ছা রইল ।
  • মাহফুজুর রহমান ০৮/১০/২০১৫
    কবি অনেক সুখপাঠ্যের বিষয় তাকে এমন ভাবে উপস্থাপন করতে হয় যেন পাঠক মাত্রই একটু হলেও থেমে যান , ভাবতে বাধ্য হন ।
    শব্দকে নিয়ে যে খেলা করা যায় তার প্রমান মেলে কবিতাতে । তাই আমার মতামত হল- শুধু ছন্দের মিল নয় , কবিতাকে কবিতার মত করে উপস্থাপন করতে হবে ।

    চেষ্টা থাকা ভালো । চেষ্টা চালিয়ে যান । প্রচুর পড়াশুনা করুন । আরও পড়ুন , অনেক পড়ুন ...।
    • ঋজু কবি ০৮/১০/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু । কবিতাটিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে তাই অসংখ্য শুভেচ্ছা রইল ।
      তবে হ্যাঁ কবিবন্ধু ,পাঠকের কবিতা পঠনের দিক দিয়েও কিছুটা বিবেচনা করা উচিত , যেমন আমার এই কবিতার মাত্র দুইটি লাইন দিয়ে যদি বোঝাই --
      "জীবন ভোর আমি তোর
      নয়তো আমি ছাড়বো ঘর" ।
      --এইখানে পড়ার সময় যদি আমি প্রথম লাইনটা ধীর গতিতে পড়ি (পড়ে দেখুন ) তাহলে পরের লাইনটায় খুব মেলবদ্ধ অর্থ আনা যাবে । আর দ্বিতীয় লাইটার 'নয়তো' পড়ার সময় একটু দ্রুত গতিতে (জোরাল স্বঃরে) পড়লে এবং 'আমি' -পড়ার সময় একটু ধীর গতিতে পড়লে আর 'ছাড়বো ঘর' পড়ার সময় কাউকে উদ্দেশ্য করেই পড়ুন ।
      যদি কিছু ভুল বলে থাকি তবে আমায় ক্ষমা করবেন আপন বন্ধু ভেবে ।
      তবে হ্যাঁ , আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবো আগের কবিতা গুলোতে ।
      ভালো থাকুন । পাশে থাকুন । শুভরাত্রি ।
  • মুরাদ হোসেন ০৭/১০/২০১৫
    খুব সুন্দর
    • ঋজু কবি ০৮/১০/২০১৫
      অসংখ্য ধন্যবাদ কবিবন্ধু । কবিতাটিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে তাই অসংখ্য শুভেচ্ছা রইল ।
 
Quantcast