www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবার আমি ছাত্র

"বিশ্ব জোড়া পাঠশালা মোর- সবার আমি ছাত্র।
নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র ।"
আমি আকাশের কাছে শিখেছি
স্পর্শি মাটিকে সবুজ দ্বীপে,
আমি বাতাসের কাছে জেনেছি
নিজেকে ভাসাতে কাল-স্রোতে;
আমি বৃক্ষের কাছে শিখেছি
পরের আশ্রয়স্থল হতে,
ভিক্ষু বালক শিখায় আমায়
আহার জুটিয়ে নিতে ।

আমি পাখির মত উড্ডীয়মান-
আমিই পক্ষীরাজ।
আমি পলি পথে ভ্রমে একতারা
নিয়ে শিখেছি বাউল গান।
আমি পাষাণের মত শক্ত হয়েছি,
হয়েছি সহ্যশীল;
আমি উটের কাছেতে শিখেছি
মরুতে বালিতে সাঁতরে যাই ।
আমি শুনেছি দোয়েল- শ্যামা,
ছাতারে দলের গান;
আন্মনে আমি শ্রবণ করেছি
উদাসি বাঁশির টান।

বৃষ্টির মত ঝরে পরি আমি
জমি করি অনুকূল।
অনাদর জয় করিতে
শেখায় অখ্যাত বনফুল ।
আমি হেমন্তে পাকা ফসল কেটেছি,
করেছি শিশির স্নান।
চাষি ভাই মোরে শিখালো গাইতে
মধু' সুরে মেঠো গান।

আমি রবি ঠাকুরের কবিতা পড়েছি,
পড়েছি অগ্নিবীণা--
আমি রোমাঞ্চে থাকি ভরপুর,
তবু নজরুলকে ভুলি না।
আমি শুনেছি আরতির গান
শুনেছি আল্লাহ আকবর--
ধর্ম আমায় শিখায় নিয়ত
মানুষ একই হয়।

বাবা দিয়েছেন আদর্শ মোরে,
মা দিয়েছেন সাথ।
প্রেয়শী-বিরহ গীতিকার মোর
আবেগি ছন্দ-গান!
আমি শিশুদের থেকে নিয়েছি
অঢেল প্রাণ ভরা সরলতা--
আমি সবাকার ভিড়ে পেয়েছি
এক সাগর অতল দিক্ষা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ কাব্যশৈলী, যতই পড়ি হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায়।
    বিশেষ করে লেখার দিকে মনোযোগী হবেন,
    লিখে জান অবিরাম অবিরত,
    আমরা আছি পাশে আপনার হবেনা কোন ক্ষত।
  • অসাধারণ কাব্যশৈলী, যতই পড়ি হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যায়।
    বিশেষ করে লেখার দিয়ে মনোযোগী হবেন,
    লিখে জান অবিরাম অবিরত,
    আমরা আছি পাশে আপনার হবেনা কোন ক্ষত।
  • প্রদীপ চৌধুরী ১৮/০১/২০১৬
    ভালো হয়েছে ভাষার দিকে একটু নজর দেবেন|
 
Quantcast