www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কোনো কবি নই

আমি কোনো কবি নই,
নই কোনো শিমূলের ফুল।
অরণ্যে সুগন্ধির ভিড়ে
আমি অজানা এক মুকুল।
আমার কোনো ছায়া নেই,
গগণ পানে উত্থিত শির আমি যে দূর্বা সেই।
আমার কোনো নাম নেই
নেই কোনো শিরোপা।
আমি কোনো মেঘ ঝরিয়ে যাই বৃষ্টি,
নই জগৎ পিতা, তবু করি সৃষ্টি।
আমি কোনো পক্ষীরাজ নই,
তবুও নিভৃতে আমার ক্ষুর শব্দ করে যায়।
আমি দিব্যি করে বলছি! বিলিভ মী,
বারি দেশে শায়িত আমি লতা কলমি।
গন্ধহীন জবা শুধু পূজার কাজে লাগে,
আমি এক ছন্দহীন, থাকি না বইয়ের পাতে।
আমি শুধু হাসতে জানি, কেঁদে ভাসাই বুক,
সুখের দুঃখের ছটা নিয়ে আমি অরুণালোক।

যখন অন্ধকার হয় বাঙ্ময়,
সুদীপ আমায় আলো দেখায়।
যখন আলো আসে,
আমি গেয়ে বেড়াই রাঙা মাটির পথে।
আমি যখন পূবালি বাতাস-- দিশেহারা ,
অন্তহীন এক জলধারা,
আমায় তখন শান্তনা দেয়
অসংখ্য বন্ধু নুড়ি কণা।
আমি কোনো ময়ূর নই, নেই কোনো প্রতিষ্ঠা,
মাঠে ঘোরা এক ফিঙে আমি লেজ চেরা।
আমি কোনো কাব্য লিখি না,
দেখি বিরহীর চোখে আবেগ-ঝরনা।
আমি কোনো আর্শি নই, নয়ন- লাজে রাঙা,
পাঁজরের ফাঁকে বেজে ওঠা প্রেমের হারমোনিকা।

আমি কোনো গায়ক নই,
নই কোনো গোলাপের তোড়া,
আমি দোয়েল- শ্যামার শিস
আমি দুঃখ-তারিত সভা ।
আমি বেলা শেষের গান
অজ্ঞাতে ভরি আবেগি সবার প্রাণ।
আমি প্রবাসী প্রিয়ের চিঠি,
আমি প্রিয়ার ওষ্ঠে মিঠি।
আমি তারায় জাগা নীল,
আমি বন্য শঙ্খচিল
আমি ভিক্ষে চাওয়ার হাত,
আমি আশ্রয় ফুটপাত;
আমি বাতাসে ভাতের গন্ধ,
আমি আস্তাকুঁড়___ আনন্দ;
আমি কখনো ট্রাকের ধোঁয়া
আবার ফ্লারিশের পদছোঁয়া ।
আমি আলোহীন এক বালক
আবার কখনো অরুণালোক।

আমি তো জানি না-- কাব্য কাকে বলে...
আমি শুধু ভাসি ছন্দ-সাগর জলে।
না না আমি সত্যিই কোনো কবি নই
আমিতো ছন্দহীন____ আবেগ বিলাই,
বোধ হয় কোনো ফেরিওয়ালা!
না হলে কেন এত আউলা-বাউলা?
আমি তো সুখে হাসি আবার কাঁদিও দুঃখে...
আসলে আমি পল্লী বালক--- উদাস টানে যাকে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার লেখার দৃষ্টিভঙ্গি।
  • সুদীপ দেবনাথ ১৯/০১/২০১৬
    ধন্যবাদ!! পাশে থাকুন সবাই!!
  • মাহাবুব ১৬/০১/২০১৬
    ভালো লেগেছে ,
    আশা করবো আগামিতে আরো ভালো হবে।
  • দেবব্রত দাদার সাথে আমিও একমত পোসণ করতে চাইব।।
  • জে এস সাব্বির ১৪/০১/২০১৬
    DEBABRATA দাদার সাথে একমত পোষণ করছি ।।

    কবিতার গঠন উন্নত না হলে ,কাব্যের রস কেউ নিতে চাইবে না ।এটা ছাড়া কোন লেখনিকে কবিতা বলাও যাবে না ।
  • ধ্রুব রাসেল ১৪/০১/২০১৬
    কবিতাটা পড়ে ভাল লাগলো। তবে সম্পূর্ণ কবিতাটি ছন্দবদ্ধ হলে আরো ভাল লাগতো। আর কবিতার নাম কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
  • প্রদীপ চৌধুরী ১৪/০১/২০১৬
    খুব ভালো হয়েছে তবে অনেকে সমালোচনা করবেই .. যত সমালোচনা হবে আপনার লেখার উপর, ততই আপনার খ্যাতি বারবে.|

    তবে আপনি লিখে যান সমালোচনা ভিত্তিহীন হলে আপনার তো করার কিছুই নেই|
    খুব ভালো লেখা লিখতে থাকুন.আমরা তো আছি আপনাদের পাশ আগ্রহ জাগানোর জন্য
  • নির্ঝর ১৪/০১/২০১৬
    ভালো লেখা
  • আপনার কবিতা আমাকে দ্বিধান্বিত করেছে। কবি নই আত্ম ঘোষণা করে কবিতা লিখেছেন। কোথাও মাত্রা আছে , কোথাও আবার নেই। কখনো ছন্দে ভাসতে চেয়েছেন , কখনো ছন্দহীন হয়েছেন। অন্তমিল রেখেছেন এবং রাখেন নি। অন্তমিল রাখতে গিয়ে বেমানান ভাবে ইংরেজী শব্দের ব্যবহার করেছেন। কবিতা নিয়ে যদি প্রয়োগ হয় তবে , আরও সময় চাই। বানান দেখে নেবেন।
    গগন ('ফাল্গুন গগনে ফেনে ণত্বমিচ্ছন্তি বর্বরা') ,শিমুল।
    • সুদীপ দেবনাথ ১৫/০১/২০১৬
      কবিতাটিকে ব্যাকরণের নিয়ম থেকে যতটা সম্ভব দূরে রাখতে চেয়েছি। এরকম আরো কয়েকটা লেখা পোস্ট করব। তবে আপনার মূল্যবান মন্তব্য আমাকে আরওউৎসাহিত করলো, স্যার... অসংখ্য ধন্যবাদ!
 
Quantcast