আমি পাগল
আমি পাগল
"রাসেল মিয়া"
আমি পাগল, আমি পাগল,
আমি সেই দরিয়ার মাঝি,
যেই দরিয়ায় ঝড় উঠেছে প্রবল।
আমি পাগল, আমি উন্মাদ,
আমি সেই মায়ের আর্তনাদ,
যে মা সন্তান হারায়, করতেছে ক্রন্দন।
আমি ভিক্ষুক, করি ভিক্ষা,
আমার নেইতো কোনো শিক্ষা!
আমি সেই আকাশের
কালো মেঘ,
যা একদিন হবে উজ্জ্বল।
আমি কাজী নজরুলের ভক্ত,
আমি বিদ্রোহী, আমি শক্ত,
আমি ভয় পাইনা যুদ্ধে যেতে,
ঝরুক যতই রক্ত।
আমি শৃঙ্খল, আমিই অশৃঙ্খল,
আমি ভয় পাইনা তোর শিকল।
আমার বুকে বসত করে,
ঈমানেরই বল।
আমি পাগল, আমি পাগল,
আমি নইতো কভু দুর্বল,
আমি ভেঙে দিতে পারি, তোর কালো হাত,
আমি বিদ্রোহীর বুকের অনল।
হা,হা,হা,হা আমারে চিনেছিস?
আমি সেই, কষ্ট বুকে রাগান্বিত,
সর্প মুখের বিষ।
আমি হিংস্র, আমি হিংস্র,
আমি আসিতেছি শোন,
ঐ কাফেরের দল,
করবো তোদের ধ্বংস।
"রাসেল মিয়া"
আমি পাগল, আমি পাগল,
আমি সেই দরিয়ার মাঝি,
যেই দরিয়ায় ঝড় উঠেছে প্রবল।
আমি পাগল, আমি উন্মাদ,
আমি সেই মায়ের আর্তনাদ,
যে মা সন্তান হারায়, করতেছে ক্রন্দন।
আমি ভিক্ষুক, করি ভিক্ষা,
আমার নেইতো কোনো শিক্ষা!
আমি সেই আকাশের
কালো মেঘ,
যা একদিন হবে উজ্জ্বল।
আমি কাজী নজরুলের ভক্ত,
আমি বিদ্রোহী, আমি শক্ত,
আমি ভয় পাইনা যুদ্ধে যেতে,
ঝরুক যতই রক্ত।
আমি শৃঙ্খল, আমিই অশৃঙ্খল,
আমি ভয় পাইনা তোর শিকল।
আমার বুকে বসত করে,
ঈমানেরই বল।
আমি পাগল, আমি পাগল,
আমি নইতো কভু দুর্বল,
আমি ভেঙে দিতে পারি, তোর কালো হাত,
আমি বিদ্রোহীর বুকের অনল।
হা,হা,হা,হা আমারে চিনেছিস?
আমি সেই, কষ্ট বুকে রাগান্বিত,
সর্প মুখের বিষ।
আমি হিংস্র, আমি হিংস্র,
আমি আসিতেছি শোন,
ঐ কাফেরের দল,
করবো তোদের ধ্বংস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৪/২০২২বেশ বেশ
-
অপূর্ব দেব ১৩/০১/২০২২দারুণ
-
উবায়দুল্লাহ ফারুক ১১/০১/২০২২ভালো
-
জামাল উদ্দিন জীবন ১১/০১/২০২২ভালো
-
ফয়জুল মহী ১০/০১/২০২২Good
-
অভিজিৎ হালদার ১০/০১/২০২২Sundor Hoyeche