অপেক্ষায় আছি
অপেক্ষায় আছি
"রাসেল মিয়া"
আমিও অপেক্ষায় আছি
কেউ একজন এসে বলবে
তোমাকে অনেক ভালোবাসি
আমিও অপেক্ষায় আছি।
আমি আকাশের দিকে চেয়ে
পাগলের মতো বলতে থাকি
ওগো আকাশ তুইতো সব দেখিস
একবার দেখে বল কোথায় সে?
আকাশ যেন আমায় বলে
ওরে বোকা কার জন্য আজ
পাগল হয়ে চাতক সেজেছিস?
আমি কিছুই বলতে পারিনা।
আমি ভাবি আমি কার জন্য?
কার জন্য এমন করি?
নিজেকে প্রশ্ন করে উওর পাইনা
শুধু মনে হয় পাগল হয়ে গেছি।
আমি ও অপেক্ষায় আছি।
"রাসেল মিয়া"
আমিও অপেক্ষায় আছি
কেউ একজন এসে বলবে
তোমাকে অনেক ভালোবাসি
আমিও অপেক্ষায় আছি।
আমি আকাশের দিকে চেয়ে
পাগলের মতো বলতে থাকি
ওগো আকাশ তুইতো সব দেখিস
একবার দেখে বল কোথায় সে?
আকাশ যেন আমায় বলে
ওরে বোকা কার জন্য আজ
পাগল হয়ে চাতক সেজেছিস?
আমি কিছুই বলতে পারিনা।
আমি ভাবি আমি কার জন্য?
কার জন্য এমন করি?
নিজেকে প্রশ্ন করে উওর পাইনা
শুধু মনে হয় পাগল হয়ে গেছি।
আমি ও অপেক্ষায় আছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাওন সিংহ ০৪/০১/২০২২আমিও অপেক্ষায় আছি, আপনার পরবর্তী কবিতার।
-
জামাল উদ্দিন জীবন ০৩/০১/২০২২অপেক্ষায় থাকা ভালো।
-
ফয়জুল মহী ০২/০১/২০২২Excellent
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০১/২০২২অপেক্ষা বেশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০১/২০২২দারুণ