জীবন সৈনিক
ভেঙ্গে কর চুরমার, অপেয়া দুঃখের রীতি।
কাঁটার পথে, তীব্র বেগে ছুটে, ঝেরে পেল
ভীতি।
উতাল গগনে,মেঘের জোয়ারে, ফুটাও রবির
হাসি।
চেতনা বাড়াও, ঐক্য বাড়াও, তাড়াও
সর্বনাশী।
হে তরুন তুমি, ছিনিয়ে আন, আঁধার
ঘরেতে আলো।
ধরণীতলের, অসহায় দল, চায় যে তোমার
ভালো।
-
যেজন জনমে, একবারো নাহি পেয়েছে সুখের
দেখা,
দুঃখের পরশ, ছায়ার মতন যাঁদের রয়েছ মাখা।
জীবনের বেগ, হান ধারে ধারে, বাড়াও তোমার
বল।
এবার জাগিয়া, লড়াই কর, জনম দুঃখীর দল।
হে জোয়ান, আজ সমূলে তাড়াও, দুঃখ নামের
কালো।
ধরণীতলের, দুঃখী ভাইয়েরা, চায় যে তোমার
ভালো।
কাঁটার পথে, তীব্র বেগে ছুটে, ঝেরে পেল
ভীতি।
উতাল গগনে,মেঘের জোয়ারে, ফুটাও রবির
হাসি।
চেতনা বাড়াও, ঐক্য বাড়াও, তাড়াও
সর্বনাশী।
হে তরুন তুমি, ছিনিয়ে আন, আঁধার
ঘরেতে আলো।
ধরণীতলের, অসহায় দল, চায় যে তোমার
ভালো।
-
যেজন জনমে, একবারো নাহি পেয়েছে সুখের
দেখা,
দুঃখের পরশ, ছায়ার মতন যাঁদের রয়েছ মাখা।
জীবনের বেগ, হান ধারে ধারে, বাড়াও তোমার
বল।
এবার জাগিয়া, লড়াই কর, জনম দুঃখীর দল।
হে জোয়ান, আজ সমূলে তাড়াও, দুঃখ নামের
কালো।
ধরণীতলের, দুঃখী ভাইয়েরা, চায় যে তোমার
ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনিরুদ্ধ বুলবুল ১৩/০১/২০১৫চেতনার কথায় সুন্দর কবিতা হয়েছে। কবি বানানের অশুদ্ধতা সুন্দর কবিতাটির সৌন্দর্য নষ্ট করছে। একটু খেয়াল করবেন প্লিজ। ভাল থাকুন। শুভেচ্ছা নিন।
-
অ ১২/০১/২০১৫চমৎকার চেতনাময়ী ।
জোয়ানদের এভাবেই এগিয়ে আসতে হবে ।