অশ্রুসিক্ত
অশ্রুর বন্যা ছড়িয়ে ভিজিয়েছ কপোল,
সৃষ্টি করেছ ভালবাসার এক নদী।
সে নদীর প্রতিটি লোনাজল
তোমাকে করেছে উজ্জল ও প্রাণচঞ্চল।
তুমি হয়েছ সে নদীর বাসিন্দা,
"মৎসকুমারী"। দু'নয়ন করেছ
নেশা কাতর। আমাকেও বহুবার
ডেকেছিলে হাতছানি দিয়ে, সে নীল
নদীর জলে হাবুডুবু দিতে।
আমি শুনিনি কথা, শুনিনি সেই ডাক,
মোহিত হইনি কেন জানি; নিজেও
জানিনা!! তুমি ডেকেছিলে চোখের
ভাষায়, বুঝাতে চেয়েছিলে বহুস্থানে,
বহুসময়ে, নানারূপে এসে, বহুজন হয়ে।
তবে আমি বুঝতে পারিনি কিংবা বুঝেও
না বুঝার চেষ্টায় ব্রত ছিলাম।
চেয়েছিলাম নিজেকে অক্ষত ও
নিঃসঙ্গ রাখতে সমাজের তরে।
--- পারিনি বা পারছিনা আজ, নিজের
সেই নীতিতে স্থির থাকতে।
=== আজ আমিও অশ্রু সিক্ত।
সৃষ্টি করেছ ভালবাসার এক নদী।
সে নদীর প্রতিটি লোনাজল
তোমাকে করেছে উজ্জল ও প্রাণচঞ্চল।
তুমি হয়েছ সে নদীর বাসিন্দা,
"মৎসকুমারী"। দু'নয়ন করেছ
নেশা কাতর। আমাকেও বহুবার
ডেকেছিলে হাতছানি দিয়ে, সে নীল
নদীর জলে হাবুডুবু দিতে।
আমি শুনিনি কথা, শুনিনি সেই ডাক,
মোহিত হইনি কেন জানি; নিজেও
জানিনা!! তুমি ডেকেছিলে চোখের
ভাষায়, বুঝাতে চেয়েছিলে বহুস্থানে,
বহুসময়ে, নানারূপে এসে, বহুজন হয়ে।
তবে আমি বুঝতে পারিনি কিংবা বুঝেও
না বুঝার চেষ্টায় ব্রত ছিলাম।
চেয়েছিলাম নিজেকে অক্ষত ও
নিঃসঙ্গ রাখতে সমাজের তরে।
--- পারিনি বা পারছিনা আজ, নিজের
সেই নীতিতে স্থির থাকতে।
=== আজ আমিও অশ্রু সিক্ত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৪/০১/২০১৫
-
সুজন ০৩/১১/২০১৪সুন্দর
-
সামসুল আলম দোয়েল ০২/১১/২০১৪সুন্দর।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১১/২০১৪পারিনি বা পারছিনা আজ নিজের নীতিতে অটল থাকতে লাইনটি বেশী ভালো লাগলো। এ যেনো আমার ই মনের কথা।
-
অনিরুদ্ধ বুলবুল ০১/১১/২০১৪আমার মনে হয় শেষের তিনটি লাইন না হলেই ভাল হতো কবি। দৃঢ়চেতা ভাবটিকে হঠাৎ শুইয়ে দিলেন?
-
মোহাম্মদ তারেক ০১/১১/২০১৪প্রসংশনীয় ভাবনা। কপল >কপোল, চেষ্ঠায়> চেষ্টায়। মুগ্ধ হয়ে পড়লাম।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/১১/২০১৪বেশ লাগল কবি।
শুভেচ্ছা নিবেন।