জাহেদুল ইসলাম ( চাটগাঁও)
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) -এর ব্লগ
-
ভেঙ্গে কর চুরমার, অপেয়া দুঃখের রীতি।
কাঁটার পথে, তীব্র বেগে ছুটে, ঝেরে পেল
ভীতি।
উতাল গগনে,মেঘের জোয়ারে, ফুটাও রবির [বিস্তারিত] -
অশ্রুর বন্যা ছড়িয়ে ভিজিয়েছ কপোল,
সৃষ্টি করেছ ভালবাসার এক নদী।
সে নদীর প্রতিটি লোনাজল
তোমাকে করেছে উজ্জল ও প্রাণচঞ্চল। [বিস্তারিত] -
সবকিছুতেই শঙ্কা জাগে,
সবকিছুতেই আশা।
সর্বক্ষণেই যন্ত্রণাতে,
কেমন ভালবাসা ? [বিস্তারিত] -
বিদায় বেলায়, ছলছল জল চোখে,
কাঁপা কাঁপা স্বরে, মায়া ভরা মুখে,
কি করুণ উচ্চারণ,- "থাকিয়েন সুখে।"
হায় ! অবুঝ মন, বুঝেনি তখন। [বিস্তারিত] -
একবার এক ইঁদুর লক্ষ্য করল
যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ
পাতা রয়েছে। সে খুবই ভয় পেল।
ফাঁদটি অকেজো করার জন্য সে ওই [বিস্তারিত]