★ফিরে আসা★
তুমি আসলে ফিরে আবারও
ভাঙ্গা এ হৃদয় ঘরে,
শত কষ্টের অবসান করে
মিশেছি তোমার তরে।
দুঃখগুলো সব হারিয়ে গেলো
অজানা কোনো দেশে,
জড়িয়ে নিলে ভালোবাসায়
শান্তিময় আবাসে।
সুখের সাগরে কাটবো সাঁতার
হৃদয় দুয়ার খুলে,
জীবন সংসার সাজাবো এবার
দুঃখের স্মৃতি ভুলে।
মধুর কণ্ঠে শুনাবে আমায়
ভালোবাসার গান,
নিশিগুলো কাটবে আমার
ভরবে আমার প্রাণ।
ভাঙ্গা এ হৃদয় ঘরে,
শত কষ্টের অবসান করে
মিশেছি তোমার তরে।
দুঃখগুলো সব হারিয়ে গেলো
অজানা কোনো দেশে,
জড়িয়ে নিলে ভালোবাসায়
শান্তিময় আবাসে।
সুখের সাগরে কাটবো সাঁতার
হৃদয় দুয়ার খুলে,
জীবন সংসার সাজাবো এবার
দুঃখের স্মৃতি ভুলে।
মধুর কণ্ঠে শুনাবে আমায়
ভালোবাসার গান,
নিশিগুলো কাটবে আমার
ভরবে আমার প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্যামেন্দু ২৯/১২/২০১৫
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৯/২০১৪valo laglo...
-
সফিউল্লাহ আনসারী ০৩/০৯/২০১৪খুব ভাল লাগল কবিতা.
.. -
তাইবুল ইসলাম ৩১/০৮/২০১৪খুব ভাল লাগল কবিতাটি
শুভ কামনা থাকল -
মঞ্জুর হোসেন মৃদুল ২২/০৮/২০১৪ভাল লিখেছেন।
-
সুদীপ্ত ভট্টাচায্য ২২/০৮/২০১৪DARUN LAGLO
-
আবু সাহেদ সরকার ২২/০৮/২০১৪চমৎকার একটি প্রকাশ কবি বন্ধু।
-
নাবিক ২২/০৮/২০১৪ভীষণ ভালো লাগলো....
-
শিমুদা ২২/০৮/২০১৪খুব সুন্দর একটি কবিতা পড়লাম। তুমি ফিরে আসলে ফিরে আবার ও নতুন করে ঘর সাজাব।
-
পিয়ালী দত্ত ২১/০৮/২০১৪সুন্দর কবি...
তাদের নিকট ভালবাসা প্রকাশে অন্য রূপে।
ভাল লাগল কবি
দ্বিতীয় স্তবকে দ্বিতীয় এবং চতুর্থ লাইনের অন্ত্যমিল একটু দেখবেন দাদা
দেশে > দ (এ শ এ)
আবাসে > আ ব ( আ স এ)
'এ' এবং 'আ' -এ একটু খটকা লাগল না?
ভুল হলে নিজ গূণে ক্ষমা করবেন দাদা।
_____আপনার অনুজ ভাই শ্যাম।