www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★মায়াবিনীর মায়াজাল★

বলেছিলে হাতে হাত রেখে
এ বাঁধন ভাঙবে না কোনোদিন,
যত বাধা আসুক এ জীবনে
তবুও ভালোবাসা থাকবে চিরদিন।

সেটা হয়তো ছিলো শুধু-ই
কোনো মরিচীকার-ই আলো,
আজ সবকিছু বিলীন হয়ে
অন্তরটা পুড়ে পুড়ে হলো কালো।

এটা কী শুধু-ই ভুল ছিলো?
নাকী ছিলো মিছে কোনো মায়াজাল?
তবে কেনো-ই বা এসেছিলে?
কেনো-ই বা জ্বালালে যন্ত্রণার মশাল?

এ জীবনের চাকা থামিয়ে দিয়ে
হয়তো তুমি সুখের সাগরে ভাসছো!
আমার অশ্রুজল দেখে হয়তো
আড়ালে থেকে বারে বারে হাসছো!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast