★মায়াবিনীর মায়াজাল★
বলেছিলে হাতে হাত রেখে
এ বাঁধন ভাঙবে না কোনোদিন,
যত বাধা আসুক এ জীবনে
তবুও ভালোবাসা থাকবে চিরদিন।
সেটা হয়তো ছিলো শুধু-ই
কোনো মরিচীকার-ই আলো,
আজ সবকিছু বিলীন হয়ে
অন্তরটা পুড়ে পুড়ে হলো কালো।
এটা কী শুধু-ই ভুল ছিলো?
নাকী ছিলো মিছে কোনো মায়াজাল?
তবে কেনো-ই বা এসেছিলে?
কেনো-ই বা জ্বালালে যন্ত্রণার মশাল?
এ জীবনের চাকা থামিয়ে দিয়ে
হয়তো তুমি সুখের সাগরে ভাসছো!
আমার অশ্রুজল দেখে হয়তো
আড়ালে থেকে বারে বারে হাসছো!
এ বাঁধন ভাঙবে না কোনোদিন,
যত বাধা আসুক এ জীবনে
তবুও ভালোবাসা থাকবে চিরদিন।
সেটা হয়তো ছিলো শুধু-ই
কোনো মরিচীকার-ই আলো,
আজ সবকিছু বিলীন হয়ে
অন্তরটা পুড়ে পুড়ে হলো কালো।
এটা কী শুধু-ই ভুল ছিলো?
নাকী ছিলো মিছে কোনো মায়াজাল?
তবে কেনো-ই বা এসেছিলে?
কেনো-ই বা জ্বালালে যন্ত্রণার মশাল?
এ জীবনের চাকা থামিয়ে দিয়ে
হয়তো তুমি সুখের সাগরে ভাসছো!
আমার অশ্রুজল দেখে হয়তো
আড়ালে থেকে বারে বারে হাসছো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৩/০৮/২০১৪দারুন লাগল।
-
আবু সাহেদ সরকার ১৩/০৮/২০১৪দারুন একটি লেখা পড়লাম কবি বন্ধু।
-
রামবল্লভ দাস ১৩/০৮/২০১৪অনবদ্য । খুব সুন্দর ।