★আমার ছোট্ট মহল★
ছোট্ট একটা গ্রাম আমার
আর একটা ছোট্ট মহল,
চারিদিকে সবুজ গাছ-গাছালি
আর শস্যে ভরা ফসল,
এ যেন এক শান্তির ঠিকানা।
পিতা-মাতা আর ভাই-বোনের
এই ছোট্ট নিবাস মহলে,
সারাটি দিন কাটে তাদের
আনন্দ আর সুখের ঢলে,
আমি হয়ে গেলাম আজ দূরবাসী
আজব শহরের নিবাসী।
শান্তির নীড়ের সেই সুখটাকে
আজও মনের মাঝে রেখে
পার করছি একাকীত্বের জীবন,
আমার ছোট্ট সোনার মহলের
ছেড়ে আসা সেই স্মৃতিগুলো
আজও হয়ে আছে আপন।
কবে ফিরবো আবার আমি
আমার শান্তির সেই মহলে?
মন যে শুধু-ই কাঁদছে আমার
স্মৃতিময়ী মায়ার ঢলে।
আর একটা ছোট্ট মহল,
চারিদিকে সবুজ গাছ-গাছালি
আর শস্যে ভরা ফসল,
এ যেন এক শান্তির ঠিকানা।
পিতা-মাতা আর ভাই-বোনের
এই ছোট্ট নিবাস মহলে,
সারাটি দিন কাটে তাদের
আনন্দ আর সুখের ঢলে,
আমি হয়ে গেলাম আজ দূরবাসী
আজব শহরের নিবাসী।
শান্তির নীড়ের সেই সুখটাকে
আজও মনের মাঝে রেখে
পার করছি একাকীত্বের জীবন,
আমার ছোট্ট সোনার মহলের
ছেড়ে আসা সেই স্মৃতিগুলো
আজও হয়ে আছে আপন।
কবে ফিরবো আবার আমি
আমার শান্তির সেই মহলে?
মন যে শুধু-ই কাঁদছে আমার
স্মৃতিময়ী মায়ার ঢলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১১/০৮/২০১৪বাহ বেশ লাগল।
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১১/০৮/২০১৪বেশ বেশ !
-
সুলতান মাহমুদ ১১/০৮/২০১৪মন ছুঁয়ে গেল।
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ১০/০৮/২০১৪মন ছুঁয়ে যাওয়া স্মৃতিচারণার কি সুন্দর প্রাঞ্জল প্রবাহমান কবিতা! এক কথায় চমৎকার!
ধন্যবাদ প্রিয় কবিকে। -
আসোয়াদ লোদি ১০/০৮/২০১৪কবি হৃদয়ের স্মৃতিতাড়িত শব্দমালা মন ছুঁয়ে যায় ।