★প্রশ্ন★
বেদনার রং যদি কালো হয়
তবে সুখের রং কী?
সুখের কান্না যদি নির্মল হয়
তবে কষ্টের রং কী?
আনন্দের হাসি যদি মিষ্টি হয়
তবে একাকীত্বের যন্ত্রনা কেমন?
জীবনের গতি হয় যদি ক্ষণস্থায়ী
তবে চাওয়াগুলো হবে কেমন?
স্বপ্নগুলো অকারনে ভেঙ্গে যাবে জেনেও
তবুও অলীক স্বপ্ন কেনো দেখা?
আশাগুলো পূর্ণ হবে না জেনেও
তবে মিথ্যে আশায় মগ্ন কেনো?
হারানো মানুষটি ফিরবে না জেনেও
তবুও কেনো অপেক্ষায় বসে থাকা?
স্মৃতিগুলো সব স্মৃতিই থেকে যায়
মুছা কী যায় এ স্মৃতির ব্যাথা?
সব প্রশ্নের উত্তর মেলে না জেনেও
তবুও কঠিন প্রশ্ন কেনো করা?
ভালোবাসায় কষ্ট আছে জেনেও
তবুও কেনো মেতে উঠা?
তবে সুখের রং কী?
সুখের কান্না যদি নির্মল হয়
তবে কষ্টের রং কী?
আনন্দের হাসি যদি মিষ্টি হয়
তবে একাকীত্বের যন্ত্রনা কেমন?
জীবনের গতি হয় যদি ক্ষণস্থায়ী
তবে চাওয়াগুলো হবে কেমন?
স্বপ্নগুলো অকারনে ভেঙ্গে যাবে জেনেও
তবুও অলীক স্বপ্ন কেনো দেখা?
আশাগুলো পূর্ণ হবে না জেনেও
তবে মিথ্যে আশায় মগ্ন কেনো?
হারানো মানুষটি ফিরবে না জেনেও
তবুও কেনো অপেক্ষায় বসে থাকা?
স্মৃতিগুলো সব স্মৃতিই থেকে যায়
মুছা কী যায় এ স্মৃতির ব্যাথা?
সব প্রশ্নের উত্তর মেলে না জেনেও
তবুও কঠিন প্রশ্ন কেনো করা?
ভালোবাসায় কষ্ট আছে জেনেও
তবুও কেনো মেতে উঠা?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবু আফজাল মোহাঃ সালেহ ১১/০৮/২০১৪দারুন!
-
আসোয়াদ লোদি ১০/০৮/২০১৪কবির প্রশ্ন গভীর ভাবনা থেকে উদ্ভূত । অনেক সুন্দর ।
-
নীরব আদি ১০/০৮/২০১৪ভাল লাগল।
-
রামবল্লভ দাস ১০/০৮/২০১৪দারুণ ভাবনা , খুব ভালো লাগলো কবি ।
-
সুবীর কাস্মীর পেরেরা ০৯/০৮/২০১৪দারুন