www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

♦ বিশ্বাস ★ ভরসা ★ আশা ♦

১। একদিন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, তারা বৃষ্টির জন্য বিধাতার কাছে দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো।
- এটাই বিশ্বাস।

২। আপনি যখন কোনো শিশুকে উপরে ছুঁড়ে মারবেন, তখন দেখবেন শিশুটি হাসতে থাকবে। কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন।
-এটাই ভরসা।

৩। প্রতিটি রাতে আমরা ঘুমোতে যাই, কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমরা পরবর্তী দিনের সূর্যের আলো দেখতে পাবো কী না!!!  তবুও আমরা ঘড়িতে এলার্ম দিয়ে রাখি।
- এটাই আশা।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১৫৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast