♦ বিশ্বাস ★ ভরসা ★ আশা ♦
১। একদিন গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, তারা বৃষ্টির জন্য বিধাতার কাছে দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতাসহ এলো।
- এটাই বিশ্বাস।
২। আপনি যখন কোনো শিশুকে উপরে ছুঁড়ে মারবেন, তখন দেখবেন শিশুটি হাসতে থাকবে। কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন।
-এটাই ভরসা।
৩। প্রতিটি রাতে আমরা ঘুমোতে যাই, কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমরা পরবর্তী দিনের সূর্যের আলো দেখতে পাবো কী না!!! তবুও আমরা ঘড়িতে এলার্ম দিয়ে রাখি।
- এটাই আশা।
- এটাই বিশ্বাস।
২। আপনি যখন কোনো শিশুকে উপরে ছুঁড়ে মারবেন, তখন দেখবেন শিশুটি হাসতে থাকবে। কারন সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন।
-এটাই ভরসা।
৩। প্রতিটি রাতে আমরা ঘুমোতে যাই, কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমরা পরবর্তী দিনের সূর্যের আলো দেখতে পাবো কী না!!! তবুও আমরা ঘড়িতে এলার্ম দিয়ে রাখি।
- এটাই আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৭/০৮/২০১৪চমৎকার লিখেছেন ! ভাল লাগল কবি !
-
সুরজিৎ সী ১৪/০৮/২০১৪ঠিকই বলেছেন দাদা, মানুষ আশা ভরসার উপর নির্ভর করে বেঁচে আছে।
-
বিপ্লব সিংহ ১৪/০৮/২০১৪আপনার অভিজ্ঞতা ভালো লাগল কবি মোঃ ইকবাল।
-
আলোকিত অন্ধকার ১২/০৮/২০১৪বাহ ...।।
-
আবু সাহেদ সরকার ০৯/০৮/২০১৪৩টি কথাই সত্যি কবি বন্ধু। ভাল থাকবেন সতত।
-
আসগার এইচ পারভেজ ০৯/০৮/২০১৪এটাই জীবন, এভাবেই আমাদের বেঁচে থাকা, চমৎকার লিখেছেন কবি,,,,,