www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★সুখের সন্ধানে★

খুব জানতে ইচ্ছে করে
সুখের বসবাস কোথায়?
যতই খুঁজেছি সুখটাকে
খুঁজে পেয়েছি শুধু-ই
নীল রঙের দুঃখটাকে।

সুখগুলো হয়তো লুকিয়ে আছে
সপ্ত আসমানের ঘনকালো
কোনো মেঘপুঞ্জের গভীরে,
পৃথিবী নামক গ্রহটিতে
আজ সুখটা যেনো শুধু-ই
রূপকথার ঝুলির গল্প হিসেবেই
লিপিবদ্ধ আছে বইয়ের পাতায়।

সুখ নামক এই অদৃশ্য জিনিসটার
দেখা হয়তো কোনোদিনই পাবো না,
তবুও সুখের সন্ধানে ঘুরে ফিরি
গগনতলের প্রতিটি প্রান্তে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast