★সুখের সন্ধানে★
খুব জানতে ইচ্ছে করে
সুখের বসবাস কোথায়?
যতই খুঁজেছি সুখটাকে
খুঁজে পেয়েছি শুধু-ই
নীল রঙের দুঃখটাকে।
সুখগুলো হয়তো লুকিয়ে আছে
সপ্ত আসমানের ঘনকালো
কোনো মেঘপুঞ্জের গভীরে,
পৃথিবী নামক গ্রহটিতে
আজ সুখটা যেনো শুধু-ই
রূপকথার ঝুলির গল্প হিসেবেই
লিপিবদ্ধ আছে বইয়ের পাতায়।
সুখ নামক এই অদৃশ্য জিনিসটার
দেখা হয়তো কোনোদিনই পাবো না,
তবুও সুখের সন্ধানে ঘুরে ফিরি
গগনতলের প্রতিটি প্রান্তে।
সুখের বসবাস কোথায়?
যতই খুঁজেছি সুখটাকে
খুঁজে পেয়েছি শুধু-ই
নীল রঙের দুঃখটাকে।
সুখগুলো হয়তো লুকিয়ে আছে
সপ্ত আসমানের ঘনকালো
কোনো মেঘপুঞ্জের গভীরে,
পৃথিবী নামক গ্রহটিতে
আজ সুখটা যেনো শুধু-ই
রূপকথার ঝুলির গল্প হিসেবেই
লিপিবদ্ধ আছে বইয়ের পাতায়।
সুখ নামক এই অদৃশ্য জিনিসটার
দেখা হয়তো কোনোদিনই পাবো না,
তবুও সুখের সন্ধানে ঘুরে ফিরি
গগনতলের প্রতিটি প্রান্তে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নীরব আদি ১০/০৮/২০১৪ভাইয়া পড়ে খুব ভালো লাগল। আসলে সুখ নিহিত নিজমাঝেই। আর আপনাদের এত সুন্দর লেখা পড়তে পারার মাঝেই সুখ।
-
সফিউল্লাহ আনসারী ০৯/০৮/২০১৪ভালো লেগেছে
-
রফছান খাঁন ০৭/০৮/২০১৪বেশ দারুণ
-
আবু সাহেদ সরকার ০৭/০৮/২০১৪চমৎকার একটি প্রকাশ।
-
ইমন শরীফ ০৭/০৮/২০১৪অধরা সুখের অনুসন্ধিৎসু কবি ধন্যবাদ।
-
সুরজিৎ সী ০৭/০৮/২০১৪অসাধারণ হয়েছে দাদাভাই।
-
রামবল্লভ দাস ০৭/০৮/২০১৪আমরাও আপনার সাথে সুখ সন্ধানে যেতে চাই কবি ; কবিতা অনবদ্য !