★হারিয়ে তোমায়★
শুধু তোমার-ই জন্য
আজও কেঁদে যায়
এ কোমল মনটা আমার,
কত যে মধুর ভালোবাসায়
জড়িয়ে ছিলে এ হৃদয়টাকে
হারিয়ে গেলো সব এক মুহুর্তে,
হৃদয়ে গাঁথা স্বপ্নগুলোও
চূর্ণ-বিচূর্ণ করে বিলীন করে দিলে
মরীচিকার অলীক আলোতে।
যে কী না নিঃশ্বাস হয়ে
হৃদয়ের তন্দ্রে তন্দ্রে মিশে ছিলো,
আজ সেই তুমি হারিয়ে গেলে
একাকী করে আমায়।
একবার ভেবে দেখো-
কীভাবে বাঁচবে এ জীবনটা আমার?
যদি নিঃশ্বাস-ই হারিয়ে যায়
অজানার কোনো ঠিকানায়।
আজও কেঁদে যায়
এ কোমল মনটা আমার,
কত যে মধুর ভালোবাসায়
জড়িয়ে ছিলে এ হৃদয়টাকে
হারিয়ে গেলো সব এক মুহুর্তে,
হৃদয়ে গাঁথা স্বপ্নগুলোও
চূর্ণ-বিচূর্ণ করে বিলীন করে দিলে
মরীচিকার অলীক আলোতে।
যে কী না নিঃশ্বাস হয়ে
হৃদয়ের তন্দ্রে তন্দ্রে মিশে ছিলো,
আজ সেই তুমি হারিয়ে গেলে
একাকী করে আমায়।
একবার ভেবে দেখো-
কীভাবে বাঁচবে এ জীবনটা আমার?
যদি নিঃশ্বাস-ই হারিয়ে যায়
অজানার কোনো ঠিকানায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসগার এইচ পারভেজ ০৬/০৮/২০১৪ইকবাল ভাই ঈদের শুভেচ্ছা জানানো হয়নি, ঈদ মোবারক!
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৩/০৮/২০১৪অসাধারন লাগল।
-
রামবল্লভ দাস ০৩/০৮/২০১৪দারুণ হয়েছে । ভালোবাসা জানবেন ; শুভেচ্ছা !
-
আবু আফজাল মোহাঃ সালেহ ০৩/০৮/২০১৪বেশ ভাল লাগল কবিতাটি।
-
আবু সাহেদ সরকার ০৩/০৮/২০১৪সুন্দর একটি কবিতা পড়লাম কবি।
-
মল্লিকা রায় ০৩/০৮/২০১৪খুব ভালো লাগলো কবিতা--আমার খুব ভাল লেগেছে।শুভেচ্ছা কবি।