www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

★হারিয়ে তোমায়★

শুধু তোমার-ই জন্য
আজও কেঁদে যায়
এ কোমল মনটা আমার,
কত যে মধুর ভালোবাসায়
জড়িয়ে ছিলে এ হৃদয়টাকে
হারিয়ে গেলো সব এক মুহুর্তে,
হৃদয়ে গাঁথা স্বপ্নগুলোও
চূর্ণ-বিচূর্ণ করে বিলীন করে দিলে
মরীচিকার অলীক আলোতে।

যে কী না নিঃশ্বাস হয়ে
হৃদয়ের তন্দ্রে তন্দ্রে মিশে ছিলো,
আজ সেই তুমি হারিয়ে গেলে
একাকী করে আমায়।

একবার ভেবে দেখো-
কীভাবে বাঁচবে এ জীবনটা আমার?
যদি নিঃশ্বাস-ই হারিয়ে যায়
অজানার কোনো ঠিকানায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast